Home / News / বন্ধ ঘরে বাব বয়সী মিঠুনের সাথে এমন কাজ করলেন ‘যমুনা ঢাকি’, যা দেখে ছিঃ ছিঃ করছে অনুরাগীরা!

বন্ধ ঘরে বাব বয়সী মিঠুনের সাথে এমন কাজ করলেন ‘যমুনা ঢাকি’, যা দেখে ছিঃ ছিঃ করছে অনুরাগীরা!

Copy

মানুষটাকে মন থেকে ভালোবেসে ফেলেছি। মিঠুন চক্রবর্তীর(Mithun Chakraborty) প্রসঙ্গে এমনটাই জানালেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য(Shweta Bhattacharya)। ‘জড়োয়ার ঝুমকো’ থেকে

শুরু করে ‘যমুনাঢাকি’ সবেতেই মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শ্বেতা। যার দ্বারা লাভ করেছেন তুমুল জনপ্রিয়তা তবে এবার ছোট পর্দা থেকে পা রেখেছেন বড়ো পর্দাতে। খুব শীঘ্রই

তাকে দেখা যাবে ‘প্রজাপতি’ সিনেমায়। যেখানে তিনি অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী, দেবের মতোন তারকার সাথে। আর সেখানে এই অভিনেতাদের সাথে অভিনয় করার অভিজ্ঞতা কেমন সেটাই

তিনি ভাগ করে নিয়েছেন। আসলে অন্য তারকাদের কাছে তিনি একেবারেই নবাগতা। কিন্তু কেউই তাকে এই বিষয়টা নাকি অনুভবই করতে দেননি। একটি সাক্ষাৎকারে মিঠুন চক্রবর্তী সম্পর্কে

প্রশ্ন করায় তিনি জানিয়েছেন তিনি এতোটাই ভালো মানুষ যে ভাষায় প্রকাশ করা যাবে না। এমনকি মানুষটাকে মন থেকে ভালোবেসে ফেলেছেন তিনি। তার মতে, ‘ফলে

ভরা গাছ যেমন ভার নিয়ে থাকে মিঠুন চক্রবর্তীও ঠিক যেন তেমনই। তার অভিজ্ঞতা, জ্ঞান তাকে অনেকটাই বিনয়ী করে তুলেছে।’ এখানেই শেষ নয় তিনি তার মায়ের কাছে নাকি তার কাজ সম্পর্কে ভীষণই প্রশংসা করেছেন। অন্যদিকে মুড়ির প্রতি অভিনেতার ভালোবাসা ঠিক কী পরিমাণ সেটাও

ভাগ করে নিয়েছেন শ্বেতা। জানিয়েছেন অভিনেতা প্রত্যেক সন্ধ্যেবেলায় মুড়ি নিয়ে বসতেন আর সবাইকে ডেকে এনে মুড়ি খাওয়াতেন। সবমিলিয়ে এই তারকাদের সাথে কাজ করতে গিয়ে ভীষণ ভালো অভিজ্ঞতা হয়েছে তার।

Check Also

সুন্দরবনের নদীতে মিলল প্রায় ৭ ফুটের তেলেভোলা মাছ, বিক্রি হল ৪৩ লক্ষ টাকায়।

Copy ওপার বাংলার সুন্দরবনের নদীতে মিলল প্রায় ৭ ফুটের তেলেভোলা মাছ। ৭৮ কেজির ওজনের মাছটি ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *