Home / Exception / বন্ধুর ২০০ টাকা ধার শোধ করতে ৩০ বছর পর ভারতে কেনিয়ার এমপি রিচার্ড টোঙ্গি

বন্ধুর ২০০ টাকা ধার শোধ করতে ৩০ বছর পর ভারতে কেনিয়ার এমপি রিচার্ড টোঙ্গি

বন্ধুর ২০০ টাকা ধার শোধ করতে ৩০ বছর ভারতে কেনিয়ার এমপি রিচার্ড টোঙ্গি- ভারতের ঔরঙ্গাবাদে এলেন কেনিয়ার এমপি রিচার্ড টোঙ্গি। না, কোনো সরকারি বা অফিসিয়াল কাজ-কর্মের জন্য নয়। এটি নিছক কোন গল্প নয় শতভাগ সত্যি ঘটনা।

এসেছেন মুদির দোকানের ধার শোধ করতে। ১৯৮৫ সালে কেনিয়ার এই সাংসদ ভারতে পড়াশোনা করতে এসছিলেন। ঔরঙ্গাবাদে ম্যানেজমেন্ট কলেজে ভর্তি হন। সেই সময় স্থানীয় কাশীনাথ গাউলির সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে।

তাঁর একটি মুদিখানা রয়েছে। সেখান থেকে ধার বাকিতে ঘরের সামগ্রী কিনতেন। তাতে ২০০ টাকা বাকি পড়ে যায়। পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পর বাড়ি ফেরার সময় সেই ২০০ টাকা ধার থেকে গিয়ে ছিল টোঙ্গির। ফলে,

সেই ধার মেটাতে আবার ভারতে ছুটে এসছেন তিনি। কয়েকদিন আগে তিনি পরিবারসহ ভারতে পৌঁছান। প্রথমে কাশীনাথ টোঙ্গিকে চিনতে পারেননি। পরে পরিচয় জানার পর কেঁদে ফেলেন। চোখে জল দেখা যায় টোঙ্গিরও।

মহারাষ্ট্র সরকার তাকে সংবর্ধনা দিয়েছে।এদিন স্মৃতিমন্থন করে টোঙ্গি বলেন, ‘ঔরঙ্গাবাদে যখন পড়াশোনা করতাম তখন খুব দরিদ্র ছিলাম। কাশীর মতো মানুষেরা আমাকে অনেক সাহায্য করেছিলেন।কেনিয়া ফিরে যাওয়ার পরেও সেই কথা ভুলতে পারিনি।কিছুদিন আগে আমার মনে হয়,

ভারতে ফিরে গিয়ে পুরোনো ধার শোধ করতে হবে।’ টোঙ্গি বলেন, এখানে আসার পর ওনারা আমাকে হোটেলে নিয়ে গিয়েখাওয়াতে চেয়েছিলেন। কিন্তু আমি বলি যে ওনাদের বাড়িতেই খাব। কাশী ও তার পরিবারকে কেনিয়া যাওয়ার আমন্ত্রণ জানিয়েছি।’

Check Also

শ্যাম্পুর সঙ্গে চিনি মেশালে মু’হূর্তেই মিলবে যে আ’শ্চর্য উপকার!

ময়লা চুল প’রিষ্কার করার জন্য সবাই শ্যাম্পু ব্যবহার করেন। এতে চুল প’রিষ্কার, সিল্কি ও শাইনি ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *