Wednesday , September 27 2023
Home / News / ফ্যাক্টরিতে তৈরী হচ্ছে প্লাস্টিক চাল, কিভাবে মেশিনে তৈরী হচ্ছে এই চাল? রইলো ভাইরাল ভিডিও

ফ্যাক্টরিতে তৈরী হচ্ছে প্লাস্টিক চাল, কিভাবে মেশিনে তৈরী হচ্ছে এই চাল? রইলো ভাইরাল ভিডিও

বর্তমানে সে-না-বা-হি-নী এবং পুলিশ বাহিনীতে অত্যাধুনিক অ-স্ত্র শ-স্ত্র রয়েছে। রয়েছে অত্যাধুনিক রা-ই-ফে-ল এবং মে-শি-নগা-ন, পি-স্ত-ল প্রভৃতি। কিন্তু বু-লে-ট ছাড়া এগুলি সবই খেলনা মাত্র। জানেন কি কিভাবে বানানো হয় এই বু-লে-ট? যদি না জেনে থাকেন তাহলে আসুন একবার দেখে নিন ফ্যাক্টরিতে বু-লে-ট বানানোর জন্য দরকার পড়ে কয়েক রকমের জিনিস, যথা- তামার পে-লে-ট, গা-ন পাউডার সহ আরো বেশ কয়েকটি উপাদান।

প্রথমে পি-ত-লে-র একটি সিট নিয়ে সেটা থেকে একটি মে-শি-নে-র সাহায্যে খোল বানানো হয়, তারপর এই খোলগু-লি অন্য একটি মেশিনের পাঠানো হয় প্রাই-মার কোট দেওয়ার জন্য।তারপর ওই বু-লে-টে-র খো-ল গু-লিতে একটি মেশিনের সাহায্যে ঢোকানো হয় গান পাউডার। তারপর দরকার হয় কপারের গু-লির, যেটা ওই খো-লের সামনে আটকানো হয়। ওই কপারের গু-লি একটি মেশিনের সাহায্যে খোলের মধ্যে প্রেস করে দেওয়া হয়।

রি হয় বিভিন্ন রকমের বু-লে-ট। বুলেটের নানান ধরণ রয়েছে। রয়েছে বিভিন্ন ক্যালিবারের বু-লে-ট। গান পাউডার ব্লা-স্ট হয়েই গু-লি ছিটকে বেরিয়ে আসে খোলগু-লি থেকে। তারপর ওই খোলগু-লি পড়ে থাকে এবং গু-লি ছিটকে বেরিয়ে যায়।

Check Also

কচি কাঁঠালের এঁচোড় দিয়ে চিংড়ি মাছ এইভাবে রান্না করলে তার স্বাদ হবে দারুন! গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, রইলো স্টেপ বাই স্টেপ পদ্ধতি!

আমরা বাঙালি মাত্রই ভোজন রসিক, বিশেষ করে গ্রাম গঞ্জের লোকাল যত খাবার আছে, বিভিন্ন পালা ...