Wednesday , September 27 2023
Home / News / ফের নিম্নচাপ, ভারী বৃষ্টিতে ভাসবে উত্তর-দক্ষিণবঙ্গের এই জেলাগুলি

ফের নিম্নচাপ, ভারী বৃষ্টিতে ভাসবে উত্তর-দক্ষিণবঙ্গের এই জেলাগুলি

দক্ষিণবঙ্গে আবারও রয়েছে বিক্ষিপ্ত এবং ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা ছিলো বিগত দুদিনে আগের থেকে কমেছে তাপমাত্রা। এমনকি বৃষ্টির পরিমাণ আগের থেকে বাড়বে বলে জানানো হয়েছে । শনিবার পর্যন্ত দক্ষিনবঙ্গের কোথাও কোথাও চলবে ভারী বৃষ্টি বা কোথাও হবে হালকা বৃষ্টি।

সমুদ্রে জলোচ্ছাসের কারণে মৎস্যজীবীদের সমুদ্রে নামার নিসেধাজ্ঞা জারি করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় বৃষ্টি হবে। বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান এবং নদিয়াতেও। অতিভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম হাওড়া, ও পুরুলিয়াতে।এমনকি অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জায়গায় যেমন মালদা, কোচবেহার, দার্জিলিং।

Check Also

কচি কাঁঠালের এঁচোড় দিয়ে চিংড়ি মাছ এইভাবে রান্না করলে তার স্বাদ হবে দারুন! গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, রইলো স্টেপ বাই স্টেপ পদ্ধতি!

আমরা বাঙালি মাত্রই ভোজন রসিক, বিশেষ করে গ্রাম গঞ্জের লোকাল যত খাবার আছে, বিভিন্ন পালা ...