সোমবার কমলো সোনার দাম। সোমবার এমসিএক্স সূচকে সোনার দাম কমলো ০.৯ শতাংশ। সোমবার প্রতি ১০ গ্রাম সোনার দাম ৫০,১৩০ টাকা। গত সপ্তাহ থেকেই প্রায় প্রতিদিনই কমছে সোনার দাম। সেই ধারা বজায় আছে চলতি সপ্তাহের শুরুতেও। গত ৭ই আগস্ট সোনার দাম রেকর্ড হয়েছিল ৫৬,২০০ টাকা প্রতি ১০ গ্রামে। এক মাসে সেই দাম কমলো ৬,০০০ টাকারও বেশি।
সোনার পাশাপাশি কমেছে রুপোর দামও। সোমবার এমসিএক্স ফিচার্সে রুপোর দাম কমেছে ০.৮৮ শতাংশ। সোমবার রুপোর দাম প্রতি কেজিতে ৬০,৬০৫ টাকা। গত আগস্টে ভারতে রুপোর দাম পৌঁছে গিয়েছিল প্রায় ৮০,০০০ টাকা প্রতি কেজি। এম মাসে সেই দাম কমেছে প্রায় ২০,০০০ টাকা।
কলকাতায় সোমবার প্রতি ১০ গ্রাম সোনার দাম ৫১,৮২০ টাকা। সোমবার কলকাতায় রুপোর দাম প্রতি কেজি ৬০,৭০০ টাকা। কলকাতার পাশপাশি দেশের বাকি শহর গুলিতেও দাম কমেছে সোনার। রাজধানী দিল্লিতে সোমবার সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫২,০২০ টাকা। মুম্বাইয়ে বুধবার সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫২,০৯০ টাকা। চেন্নাইয়ে সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫১,৯৫০ টাকা।