Home / Health / প্রতিবেশী বা বাড়ির কারোর ক’রোনা হলে কি করবেন আর কি করবেন না? জানুন, ও শেয়ার করে সকলকে জানান

প্রতিবেশী বা বাড়ির কারোর ক’রোনা হলে কি করবেন আর কি করবেন না? জানুন, ও শেয়ার করে সকলকে জানান

Copy

করো’নার আ-ব-হে ভারত তথা সারা বিশ্বে মৃ-ত্যুর একটা কা-লো ছা-য়া ঘনিয়ে এসেছে। আমেরিকা, রাশিয়া, ভারত, ব্রাজিল, পাকিস্তান, বাংলাদেশ প্রভৃতি সহ আরো অন্যান্য দেশে করোনা দা-পি-য়ে স-ন্ত্রা-স চালাচ্ছে। সকলেই মৃ-ত্যুর আ-ত-ঙ্কে প্র-হ-র গুনছেন। কবে সমস্ত কিছু স্বাভাবিক হবে সেই আশায় দিন গুনছেন সকলেই। এক লহমায় সমস্ত চেনা পরিচিত চিত্রগুলোকে পাল্টে দিয়েছে এই মা-র-ণ রোগ।

ভারতে মহারাষ্ট্রের মধ্যে করোনার প্র-কো-প সবথেকে বেশি দাঁড়িয়েছে। রাশিয়া করো’নার ভ্যাকসিন আবিষ্কার করেছে। ভারতের সিরাম ইনস্টিটিউট‌ও খুব শীঘ্রই ভ্যাকসিন আবিষ্কার করে ফেলবে বলে জানিয়েছে। অবশেষে একটু আশার আলো দেখছে বিশ্ববাসী।রাজ্য তথা ভারতে প্রতিদিন সং-ক্র-ম-ণে-র নিরিখে রেকর্ড গড়ছে করোনা। কেন্দ্র তথা রাজ্যগু-লি এই পরিস্থিতির মধ্যে যতটা সম্ভব সং-ক্র-ম-নে-র উপর নিয়ন্ত্রণ রাখা যায় সেই চেষ্টা করছে।

যতদিন পর্যন্ত না মানুষের হাতে ভ্যাকসিন এসে পৌঁছাচ্ছে, এত দিন সকলকে খুবই সাবধানে থাকতে হবে। সকলকে অনুরোধ করা হচ্ছে প্রশাসনিক বিধি-নিষেধ মেনে চলার এবং সামাজিক দূরত্ব মেনে চলার জন্য।এমতাবস্থায় যদি আপনার প্রতিবেশী বা আপনার বাড়ির কেউ করোনা আ-ক্রা-ন্ত হয়, তখন আপনার করণীয় কর্তব্য গু-লি কি কি হতে পারে সে ব্যাপারে একটু খেয়াল রাখুন-

প্রথমেই নিয়ম করে তাদের খাবারের বিষয়টি আপনি নিশ্চিত করতে পারেন।

আ-ক্রা-ন্ত ব্যক্তির ওষুধের বিষয়ে খোঁজখবর রাখুন পারলে ওষুধ কিনে বাইরে রেখে দিয়ে আসুন।

আ-ক্রা-ন্ত ব্যক্তি যে ঘরটিতে থাকবেন সেটার মুখোমুখি বা পাশাপাশি কোন জানালা থাকলে বা দরজা থাকলে তা বন্ধ করে রাখা উচিত।

আ-ক্রা-ন্ত ব্যক্তি যদি খুবই অসুস্থ হয়ে যান তাহলে থানায় কিংবা অ্যাম্বুলেন্সে খবর দিতে পারেন।

আ-ক্রা-ন্ত ব্যক্তির কাছাকাছি যদি থাকতে হয় তাহলে অবশ্যই ফেস শিল্ড ব্যবহার করুন।

ঘরে ফেরার সাথে সারা শরীরে সাবান মেখে ভালোভাবে স্নান করে নিন।

যদি আপনার সর্দি কাশির ধাত থাকে, তাহলে ঘন ঘন গরম জল ব্যবহার করতে পারেন।

এই পরিস্থিতিতে সকলকেই খুবই সাবধানে এবং সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। মনে রাখবেন, একটু ভুল ত্রুটির কারণে বড় খেসা-রত দিতে হতে পারে আমাদের।

Check Also

১টা মা’ত্র পে’য়া’রা ব’দ’লে দি’তে পা’রে আ’পনা’র জী’ব’ন। বলছে গ’বেষ’ণা প’ড়ুন

Copy সকলের কাছেই পেয়ারা বেশ পছন্দের ফল। সে কাঁচাই হোক বা পাকা। পছন্দের হলেও প্রতিদিন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *