Home / News / পোস্ট অফিসের এই নতুন স্কিমে, অল্প অল্প করে টাকা জমালেই পাঁচ বছরে মিলবে ২০ লাখ!

পোস্ট অফিসের এই নতুন স্কিমে, অল্প অল্প করে টাকা জমালেই পাঁচ বছরে মিলবে ২০ লাখ!

Copy

লকডাউনের জেরে বেশিরভাগ মানুষই কর্মস্থানে যেতে পারছেন না। এর ফলে বন্ধ হয়েছে ফলে অনেকের রোজগার। ফলে পুরনো সঞ্চয়ের ভরসাতেই দিন কাটাতে হচ্ছে। ঠিক এই সময়েই অল্প অল্প করে সঞ্চয় করে আপনিও ভবিষ্যতের জন্য মোটা টাকা সহজেই জমাতে পারবেন ৷ প্রতিদিনের খরচ থেকে ১০০ টাকা করে সরিয়ে রেখে সেটি সঠিক জায়গায় বিনিয়োগ করলেই এটা সম্ভব ৷

এর ফলে কষ্টার্জিত টাকা সুরক্ষিত থাকার পাশাপাশি আপনার স্বপ্ন বাস্তবায়িত হবে ইন্ডিয়া পোস্ট (India Post) -এর ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (National Saving Certificate) -এর মাধ্যমে।

এর ফলে কয়েক বছরের ব্যবধানে আপনি যেমন মোটা টাকার মালিক হবেন তেমনি পোস্ট অফিসে আপনার জমা রাখা টাকাও সুরক্ষিত থাকবে ৷ তাই কোনও চিন্তা না করে এখনই টাকা জমা দেওয়া শুরু করতে পারেন। যার ফলে আপনার ও আপনার পরিবারের জীবন সুরক্ষিত হবে।

পোস্ট অফিস সূত্রে খবর, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের সময়সীমা পাঁচ বছরের জন্য নির্ধারিত। তবে টাকা জমা দিতে শুরু করার এক বছর পর কিছু নির্দিষ্ট ক্ষেত্রে এই সার্টিফিকেট ভাঙিয়ে টাকা তোলা যায়। সেক্ষেত্রে যে সময় ওই টাকাটি তোলা হবে সেই ত্রৈমাসিকে সরকারের ঠিক করা সুদের হারের ভিত্তিতে তা দেওয়া হবে।

যদি কোনও গ্রাহক পাঁচ বছর বাদে ২০ লক্ষ ৮৫ হাজার টাকা পেতে চান তাহলে তাঁকে পাঁচ বছরে মোট ১৫ লক্ষ টাকা পোস্ট অফিসে জমা করতে হবে। তার বদলে ৬.৮ শতাংশ সুদ হিসেবে তিনি আরও ৬ লক্ষ টাকা পাবেন। শুধু তাই নয়, এই স্কিমের অধীনে টাকা রাখলে আয়কর আইনের ৮০ সি ধারা অনুযায়ী ছাড়ও পাওয়া যাবে।

Check Also

সুন্দরবনের নদীতে মিলল প্রায় ৭ ফুটের তেলেভোলা মাছ, বিক্রি হল ৪৩ লক্ষ টাকায়।

Copy ওপার বাংলার সুন্দরবনের নদীতে মিলল প্রায় ৭ ফুটের তেলেভোলা মাছ। ৭৮ কেজির ওজনের মাছটি ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *