Home / News / পৃথিবী ধ্বং’স হবে, যে ৬টি ভবিষ্যদ্বাণী করেছিলেন স্টিফেন হকিং; সত্যি কি তাই হতে চলেছে..

পৃথিবী ধ্বং’স হবে, যে ৬টি ভবিষ্যদ্বাণী করেছিলেন স্টিফেন হকিং; সত্যি কি তাই হতে চলেছে..

পৃথিবী ধ্বং’স হবে, যে ৬টি ভবিষ্যদ্বাণী করেছিলেন স্টিফেন হকিং; সত্যি কি তাই হতে চলেছে.. – আর বেশিদিন নেই৷ ধ্বংস হয়ে যাবে পৃথিবী৷ বিশ্ববিখ্যাত পদার্থবিদ ও কসমোলজিস্ট স্টিফেন হকিং মৃত্যুর আগেই তা ভবিষ্যদ্বাণী করেছিলেন৷ নিজের জীবদ্দশায় বারবার সেকথা জানিয়েছিলেন তিনি৷ বলেছিলেন, ধ্বংসের ঘণ্টা বেজে গিয়েছে৷ আর বেশিদিন নেই৷ বিপর্যয়ে ধ্বংস হয়ে যাবে পৃথিবী৷ চলুন তবে জেনে নেওয়া যাক সে ৬টি ভবিষ্যদ্বাণী করেছিলেন – ১

) উল্কাপাত আর ৬০০ বছরের মধ্যেই আমরা, পৃথিবীবাসীরা মারা যাব৷ উল্কাপাত ঘটবে বিশ্বজুড়ে৷ লাল হয়ে জ্বলবে গ্রহ৷ নভেম্বরে বেজিংয়ে Tencent WE Summit-এ একথা বলেছিলেন স্টিফেন হকিং৷ তিনি বলেছিলেন ২৬০০ সালে পৃথিবীর জনসংখ্যা দাঁড়াবে কানায় কানায়৷ ফলে বৈদ্যুতের খরচ পৃথিবীকে লাল গোলায় পরিণত করবে৷

২) রাজত্ব করবে রোবটরা মানব সভ্যতার দিন শেষ হবে৷ পৃথিবীজুড়ে রাজত্ব করবে রোবটরা৷ একটি সাক্ষাৎকারে প্রফেসর হকিং একথা বলেছিলেন৷ জানিয়েছিলেন, মানুষের জায়গা নেবে মানুষেরই হাতে তৈরি রোবটরা৷ মানুষ এখন কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করতে চায়৷ কিন্তু একদিনই এরই হাতের পুতুল বয়ে যাবে মানুষ৷

৩) পারমাণবিক শক্তি ও মানুষের আক্রমণ অভিব্যক্তির কুপ্রভাব আর কয়েক বছরের মধ্যেই টের পাবে মানুষ৷ পারমাণবিক শক্তি নিয়ে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে৷ মানুষ এখন একে অপরকে আক্রমণ করতে চায়৷ হানাহানি শুরু হয়ে গিয়েছে৷ এর শেষ পৃথিবীর ধ্বংস৷ সেখানে প্রযুক্তি একটি বড় অস্ত্র৷ সেই অস্ত্রগুলির মধ্যে সবচেয়ে বড় পারমাণবিক শক্তি৷ পৃথিবী ধ্বংস হওয়ার এটি অন্যতম কারণ হতে পারে৷

৪) অন্য বাসস্থান খুঁজবে মানুষ আর ১০০ বছর৷ তার মধ্যেই অন্য বাসস্থান খুঁজবে মানুষ৷ যদি না খোঁজে, তাহলে আবহাওয়ার পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি সহ একাধিক কারণে ধ্বংস হয়ে যাবে মানবসমাজ৷

৫) ডোনাল্ড ট্রাম্প মে মাসে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি প্যারিসে ক্লাইমেট চেঞ্জের চুক্তিতে সই করবেন না৷ এই নিয়েই হকিং বলেছিলেন, ট্রাম্পের এই সিদ্ধান্ত বিশ্ব উষ্ণায়নতে ত্বরান্বিত করবে৷ পৃথিবী শুক্রগ্রহে পরিণত হবে৷ উষ্ণতা আড়াইশো ডিগ্রি ছুঁয়ে ফেলবে৷ আকাশ থেকে বর্ষিত হবে সালফিউরিক অ্যাসিড৷

৬) নতুন আইডিয়া হতে পারে ধ্বংসের কারণ নতুন আইডিয়া সবসময়ই স্বাগত৷ কিন্তু এমন কিছু আইডিয়া আসতে চলেছে যা পৃথিবীর ধ্বংসের কারণ হতে পারে৷ বলেছিলেন স্টিফেন হকিং৷ সময় যত এগোবে

Check Also

কচি কাঁঠালের এঁচোড় দিয়ে চিংড়ি মাছ এইভাবে রান্না করলে তার স্বাদ হবে দারুন! গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, রইলো স্টেপ বাই স্টেপ পদ্ধতি!

আমরা বাঙালি মাত্রই ভোজন রসিক, বিশেষ করে গ্রাম গঞ্জের লোকাল যত খাবার আছে, বিভিন্ন পালা ...