Home / Videos / পৃথিবীতে এমন ১০টি পাখি রয়েছে যাদের বাসা বানানো দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। অসাধারণ ভাইরাল ভিডিও

পৃথিবীতে এমন ১০টি পাখি রয়েছে যাদের বাসা বানানো দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। অসাধারণ ভাইরাল ভিডিও

পাখি (লাতিন, স্পেনীয়, পর্তুগিজ, ইতালীয়: Ave, জার্মান: Vogel, ইংরেজি: Bird, ফরাসি: Oiseau) পালক ও

পাখাবিশিষ্ট দ্বিপদী প্রাণী। কিছু পতঙ্গ এবং বাদুড়ের পাখা থাকলেও কেবল পাখিদেরই পালক আছে। পৃথিবীতে পাখির প্রজাতি রয়েছে প্রায়

১০০০০ টি। এমনিতে সব জীবিত পাখিই নিঅর্নিথিস উপশ্রেণীর অন্তর্গত। পাখির শ্রেণীকে (Aves) মোট ২৩টি বর্গ, ১৪২টি গোত্র,

২০৫৭টি গণ এবং ৯৭০২টি প্রজাতিতে বিন্যস্ত করা হয়েছে। তবে প্রতিনিয়ত নতুন নতুন প্রজাতি আবিষ্কৃত হচ্ছে এবং

পুরোনো কিছু প্রজাতিকে বিভাজন করে নতুন প্রজাতি নির্দিষ্ট করা হচ্ছে। এ পর্যন্ত প্রাপ্ত জীবাশ্ম নির্দেশ করে যে পাখিদের আবির্ভাব হয়েছিল

জুরাসিক যুগে, প্রায় ১৬ কোটি বছর আগে। জীবাশ্মবিজ্ঞানীদের মতে, সাড়ে ৬ কোটি বছর আগের ক্রিটেশাস-প্যালিওজিন বিলুপ্তির পর পাখিরাই চার উপাঙ্গবিশিষ্ট ডাইনোসরের একমাত্র বংশধর। জীবিত পাখিদের মধ্যে মৌ হামিংবার্ড সবচেয়ে ছোট (মাত্র ৫ সেন্টিমিটার বা ২ ইঞ্চি) আর উটপাখি সবচেয়ে বড় (২.৭৫ মিটার বা ৯ ফুট)।

সোস্যাল মিডিয়ায় এখন আশ্চর্যজনক ঘটনা দিলেই ভাইরাল হয়ে যায়।এখনকার যুগে প্রতিনিয়ত ভালো, খারাপ দুটোই সোস্যাল মিডিয়া তে সহজেই ভাইরাল হয়ে যায়। তেমনি একটি ভিডিও অনলাইনে ভাইরাল হয় কিছুদিন আগে। ভিডিওতে দেখা যায় পৃথিবীর মধ্যে কিছু জাতের পাখি রয়েছে যাদের বাসা তৈরী খুব সুন্দর এবং অনন্যা পাখিদের থেকে আলাদা। এমন একটি ভিডিও অনলাইনে নেটপাড়ায় ব্যাপক সাড়া তুলেছে। নিচে ভিডিওর লিংক দেওয়া হলো দেখুন।

 

Check Also

বাড়ির আঙিনায় প্লাসটিকের টবে আম চাষ করে রাতারাতি লাখপতি বনে গেলে যুবক। যুবকের পদ্ধতিতে আম রোপন করলে হবে ব্যাপক ফলন, জানুন স্টেপ বাই স্টেপ পদ্ধতি ভিডিও সহ!

নিজস্ব প্রতিবেদন:আমের ভরা মৌসুম চলছে। গাছে গাছে দেখা যাচ্ছে আমের সমারোহ। ব্যবসায়ীরা তা ঝুড়ি আর ...