Wednesday , September 27 2023
Home / Adult / পু’রু’ষ’ত্ব নি’য়ে স্ত্রীর সন্দেহ, সুস্থতা প্রমাণে অ’দ্ভু’ত কাণ্ড স্বামীর

পু’রু’ষ’ত্ব নি’য়ে স্ত্রীর সন্দেহ, সুস্থতা প্রমাণে অ’দ্ভু’ত কাণ্ড স্বামীর

স্ত্রী’র সঙ্গে মিলনে অনীহা। মাসের পর মাস কেটে গেলেও স্ত্রীর কাছাকাছি আসা হয়নি। আর তাই স্বামীকে যৌ’ন মিলনে অ’ক্ষ’ম বলেই ভেবে নিয়েছিলেন তরুণীও।সন্দেহের জল গড়ায় আইনি রাস্তাতেও। স্বামীকে ছেড়ে বাপেরবাড়ি চলে যান তিনি। স্ত্রীর মন পেতে রীতিমতো পরীক্ষা দিয়ে সুস্থতা প্রমাণ করলেন ওই তরুণ। সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশের ভোপালে ঘটেছে এই ঘটনা।

দেশটির স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায়, লকডাউনের আগেই ঠিক হয়েছিল বিয়ের। কিন্তু করোনা পরিস্থিতিতে সব পরিকল্পনা বদলে যায়। তবে বিয়ে বাতিল করার কথা ভাবেনি দুই পরিবার।

তাই ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে চার হাত এক হয়। গত ২৯ জুন ভারতের মধ্যপ্রদেশের ভোপালে বসে বিয়ের আসর। গাঁটছড়া বাঁধেন তরুণ-তরুণী। বিয়ে হলেও দু’জনের দা’ম্পত্য জীবনে ছিল না উ’ষ্ণতার ছোঁ’য়া।

নববধূর দাবি, বিয়ের পর থেকে এক ঘরে থাকলেও স্বামী নাকি কোনোদিন ছুঁ’য়ে দেখেননি তাঁকে। অনেকবার স্বামীর কাছে যাওয়ার চেষ্টা করেছেন। তবে সম্পর্কের উন্নতি হয়নি। পরিবর্তে দিনের পর দিন বেড়েছে দূরত্ব।

একসময় স্বামীর যৌ’নক্ষ’ম’তা নিয়েও প্রশ্ন জাগে নববধূর মনে। বাধ্য হয়ে বি’চ্ছে’দের কথা ভাবেন। কারণ উল্লেখ করে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন। শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়িতে গিয়ে বসবাস করতে শুরু করেন।

একপর্যায়ে ভারতের লিগাল সার্ভিস অথরিটির কাছে অভিযোগ দায়ের করে বড় অঙ্কের টাকা দাবি করেন তরুণী। এরপরই স্বামীর সঙ্গে যোগাযোগ করেন কাউন্সেলর। কর্তৃপক্ষ ওই তরুণকে ডেকে পাঠায়। তরুণ পরিষ্কার জানান, তাঁর যৌ’ন মি’লনের ক্ষেত্রে কোনো শা’রী’রি’ক স’ম’স্যা নেই।

তরুণের দাবি আদৌ সত্যি কি না তা খতিয়ে দেখতে পরীক্ষা করা হয়। এরপর টেস্টের রিপোর্টে দেখা যায় তরুণের দাবিই সঠিক। তাঁর কোনোরকম শা’রী’রি’ক সমস্যা নেই।

স্ত্রীর সঙ্গে যৌ’ন মি’লনে কে’ন আ’প’ত্তি তরুণের? তিনি স্পষ্ট করে জানান, বিয়ের সময় স্ত্রীর পরিবারের অনেকেই করোনা আক্রান্ত ছিলেন। তার স্ত্রীও করোনা আক্রান্ত বলেই সন্দেহ তৈরি হয়েছিল। সে কারণে স্ত্রীর সঙ্গে কিছুটা দূরত্ব রেখেছিলেন তিনি। তবে স্ত্রীর সঙ্গে এবার নিশ্চয়ই তার সম্পর্কের উন্নতি হবে বলেই আশা তরুণের। তরুণীও আবার নতুন করে স্বামীর সঙ্গে প্রেমের জোয়ারে ভাসার প্রস্তুতি নিচ্ছেন।

Check Also

মেয়েরা আসলে ছেলেদের থেকে কি চায়? না পেলেই অন্য ছেলের প্রতি আকৃষ্ঠ হয় মেয়েরা।

ফেসবুকের নীল সাদায় এক আপুর সাথে কথা হতো প্রায়। দুই ভাইবোনের মতই ছিলাম। কি টাইপ ...