Home / News / পুজোয় টানা ৩ দিন তুমু’ল বৃষ্টির পূর্বাভাস দিলো হাওয়া অফিস

পুজোয় টানা ৩ দিন তুমু’ল বৃষ্টির পূর্বাভাস দিলো হাওয়া অফিস

Copy

অক্টোবর মাসের মাঝা-মাঝি সময়েও দিন দিন যেভাবে গু’মোট গরম বাড়ছে তাতে পুজোয় বৃষ্টির অশনি সংকেত সম্পর্কে আগেই টের পাওয়া যাচ্ছিল। আর এবার সেই অশনি সংকেতকেই সিলমোহর দিলো হাওয়া অফিস। পুজোই টানা তিনদিন তুমুল বৃষ্টির পূর্বাভাস দিলো হাওয়া অফিস।

হাওয়া অফিসের তরফ থেকে শুক্রবার আবহাওয়ার পূর্বাভাস হিসাবে জানানো হয়েছে, আগামী ১৯ অক্টোবর অর্থাৎ সোমবার মধ্য ব’ঙ্গো’পসাগর একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আর এই নিম্নচাপের অ’ভিমুখ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের দিকে হলেও এর প্রভাব পড়বে পশ্চিমব’ঙ্গে। এই নিম্নচাপের প্রভাবে বিপুল পরিমাণ জলীয়বাষ্প ঢুকবে রাজ্যের স্থলভাগে। আর এর জেরেই বৃষ্টির বিপুল সম্ভাবনা দেখা দিয়েছে দক্ষিণব’ঙ্গ জুড়ে।

কেন্দ্রীয় আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর জেনারেল (পূর্বাঞ্চল) সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ২১ অক্টোবর অর্থাৎ মহাষষ্ঠীর দিন থেকে ২৬ অক্টোবর মহাষ্টমীর দিন পর্যন্ত দক্ষিণব’ঙ্গের প্রায় প্রতিটি জে’লাতেই কমবেশি বৃষ্টি হবে। আর এই সময়ের মধ্যে ২২, ২৩ এবং ২৪ তারিখ তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই পূর্বাভাস থেকেই চলতি বছর দুর্গা পুজো মাটি ‘হতে পারে বলে মনে করা হচ্ছে।

আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, অক্টোবর মাসের মত সময় পেরিয়ে গেলেও এখনই মৌসুমী বায়ু বিদায় নেওয়ার কোনরকম ই’ঙ্গিত নেই। বরং মর’সুমের শেষ ইনিংসে আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে মৌসুমী বায়ু। আর এই পরিস্থিতি তৈরি হচ্ছে ব’ঙ্গো’পসাগরে একের পর এক ঘূর্ণিঝড় এবং নিম্নচাপের প্রভাবে।

Check Also

সুন্দরবনের নদীতে মিলল প্রায় ৭ ফুটের তেলেভোলা মাছ, বিক্রি হল ৪৩ লক্ষ টাকায়।

Copy ওপার বাংলার সুন্দরবনের নদীতে মিলল প্রায় ৭ ফুটের তেলেভোলা মাছ। ৭৮ কেজির ওজনের মাছটি ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *