Home / Health / ধান ক্ষেতে বন্যার পানিতে ভেসে এলো প্রচুর রঙিন মাছ, বদলে গেল যুবকের ভাগ্য

ধান ক্ষেতে বন্যার পানিতে ভেসে এলো প্রচুর রঙিন মাছ, বদলে গেল যুবকের ভাগ্য

Copy

ধান ক্ষেতে বন্যার পানিতে ভেসে এলো প্রচুর রঙিন মাছ, বদলে গেল যুবকের ভাগ্য। ভাইরাল ভিডিওটি দেখুন নিউজের শেষ অংশে। আসুন মাছ সম্পর্কে আমরা কিছু তথ্য জানি, সোস্যাল মিডিয়ায় এখন আশ্চর্যজনক ঘটনা দিলেই ভাইরাল হয়ে যায়। এখনকার যুগে প্রতিনিয়ত ভালো, খারাপ দুটোই সোস্যাল মিডিয়া তে সহজেই ভাইরাল হয়ে যায়।

সেটা নাচ,গান,মাছ ধরা,সাপ ধরা,অশ্লীল ভিডিও মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। সোস্যাল মিডিয়ার বদলৌতে আমরা অনেক ভালো এবং আশ্চর্যজনক ভিডিও দেখতে পাই। যেগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

মাছ একটি শীতল রক্তবিশিষ্ট মেরুদণ্ডী প্রাণী যার শ্বাস-প্রশ্বাসের জন্য ফুলকা রয়েছে,চলাচলের জন্য যুগ্ম অথবা অযুগ্ম পাখনা রয়েছে,এদের দেহে সচরাচর আঁইশ থাকে,সাধারণত এরা জলকেই বসবাসের মাধ্যম হিসেবে গ্রহণ করে থাকে।

মাগুর বাংলাদেশের বহুল প্রচলিত মাছগুলোর মধ্যে একটি যার মূল প্রাপ্তিস্থান দক্ষিণ-পূর্ব এশিয়া। এর স্থানীয় নাম মজগুর, মচকুর বা মাগুর। আন্তর্জাতিকভাবে এটি ওয়াকিং ক্যাটফিস নামে পরিচিত। এই নামের কারণ হলো এটি শুষ্ক মাটির উপর দিয়ে প্রতিকূল পরিবেশ বা খাদ্য সংগ্রহের জন্য হেঁটে যেতে পারে।

আরোও পড়ুনঃ সোস্যাল মিডিয়ায় এখন আশ্চর্যজনক ঘটনা দিলেই ভাইরাল হয়ে যায়।এখনকার যুগে প্রতিনিয়ত ভালো, খারাপ দুটোই সোস্যাল মিডিয়া তে সহজেই ভাইরাল হয়ে যায়।

মাছ একটি শীতল রক্তবিশিষ্ট মেরুদণ্ডী প্রাণী যার শ্বাস-প্রশ্বাসের জন্য ফুলকা রয়েছে,চলাচলের জন্য যুগ্ম অথবা অযুগ্ম পাখনা রয়েছে,এদের দেহে সচরাচর আঁইশ থাকে,সাধারণত এরা জলকেই বসবাসের মাধ্যম হিসেবে গ্রহণ করে থাকে।

মাছ ধরা যে কত আনন্দের যারা বিভিন্ন প্রক্রিয়ায় মাছ ধরেছে তারাই জানে। বিশেষ করে এখনাে যারা গ্রামে বসবাস করি এবং যাদের বাড়ি হাওর বাওর নদী নালা খাল বিলের পাশাপাশি তারাই মাছ ধরার প্রকৃত আনন্দ উপভােগ করতে পারি। তবে দিন দিন আরাে নতুন নতুন সরঞ্জাম আবিষ্কার হচ্ছে যেগুলাে দিয়ে মাছ ধরার অনেক সহজ হয়ে যাচ্ছে। কিছুদিন আগে নতুন এক প্রক্রিয়ায় মাছ ধরার ভিডিও ভাইরাল হয়।

ডিসক্লেইমার : উপরোক্ত ভিডিওটির সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে মিডিয়া নিউজ বিডির কোন কথা হয়নি, এমনকি ভিডিওটি ‘বিভ্রান্তিকর’ হতে পারে। যেহেতু মিডিয়া নিউজ বিডির নিজস্ব কনটেন্ট না তাই আমাদের ভুলত্রুটি ক্ষমা সুন্দরভাবে দেখার অনুরোধ করছি।

Check Also

রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানোসহ নিম পাতার ৭টি জাদুকরী উপকারিতা

Copy নিম একটি ঔষধি গাছ যার ডাল, পাতা, রস সবই কাজে লাগে। নিম একটি বহুবর্ষজীবী ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *