Home / Exception / দুটি কুকুরের সঙ্গে ভাংড়া নাচছে এক ছোট্ট শিশু, ভিডিও ভাইরাল হতেই অবাক নেটিজেনরা

দুটি কুকুরের সঙ্গে ভাংড়া নাচছে এক ছোট্ট শিশু, ভিডিও ভাইরাল হতেই অবাক নেটিজেনরা

Copy

অনেকেই আছে যারা কুকুর দেখলেই ভয়ে অন্যদিকে চলে যায়। আবার অনেকে আছে যারা রাস্তাঘাটে কুকুর দেখলে ভয় না পেয়ে বরং সেই কুকুর গুলিকে কিছু খেতে দেয় বা আদর করতে দেখা যায়। আবার অনেক সময় বাচ্চাদের দেখা যায় রাস্তা ঘটে কুকুর দেখলেই ঢিল মারে। যার ফলে সেই কুকুরটি রেগে বাচ্চাটির দিকে ছুতে আসে। তবে এবার নতুন খবর । সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, দুটি কুকুরের সঙ্গে ভাংড়া নাচছে এক ছোট্ট শিশু।

ওই ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, দুটি কুকুর গেটের বাইরে দাঁড়িয়ে আছে ও গেটের ভিতরে একটি শিশু রয়েছে। ওই শিশুটি কুকুর দুটিকে দেখতে পেয়েই ভাংড়া নাচ নাচতে শুরু করে দেয়। যা দেখে বেশ মজা পায় কুকুর দুটি। ওই কুকুর দুটির মধ্যেও যে বেশ উত্তেজনা ছিল তা ওই ভাইরাল হওয়া ভিডিওটি দেখলেই বোঝা যায়।

কারণ, ওই শিশুটি যখন নাচ করছে তখন কুকুর দুটিও আনন্দে চিৎকার করছে। কিন্তু যখন ওই শিশুটি নাচ থামিয়ে দিচ্ছে তখন কুকুর দুটিও চিৎকার করা থামিয়ে দিচ্ছে। কুকুর দুটি ওই ছোট্ট শিশুটির নাচ দেখে মুগ্ধ হয়ে যায় এবং তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে।কোনো এক ব্যক্তি এই ভিডিও তুলেছেন এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। যা নিমিষেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনরাও প্রশংসায় ভরিয়ে দেয়। সেই সঙ্গে লাইক, কমেন্ট।

Check Also

বিশ্বকে তাক লাগাতে সবচেয়ে বড় এয়ারপোর্ট বানাচ্ছে টাটা

Copy টাটা গ্রুপের অবকাঠামো এবং নির্মাণ শাখা, ‘টাটা প্রজেক্টস’, উত্তর প্রদেশের গ্রেটার নয়ডার জেওয়ারে আসন্ন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *