Home / News / দিন-প্রতিদিন নিম্নমুখী টিআরপি!তাই ভাড় এনে সিরিয়ালের জনপ্রিয়তা বাড়ানোর ছক? হরগৌরী পাইস হোটেলে আসছেন এই জনপ্রিয় ইউটিউবার

দিন-প্রতিদিন নিম্নমুখী টিআরপি!তাই ভাড় এনে সিরিয়ালের জনপ্রিয়তা বাড়ানোর ছক? হরগৌরী পাইস হোটেলে আসছেন এই জনপ্রিয় ইউটিউবার

বেশকিছু সময় ধরেই বাংলা টেলিভিশনের পর্দায় একের পর এক জনপ্রিয় ধারাবাহিক টিআরপি রেটিং এর কারণে ধীরে ধীরে বন্ধ হয়ে গিয়েছে। সে সমস্ত ধারাবাহিকগুলির জায়গায় অনেক নতুন ধারাবাহিক এসেছে। কিছু ক্ষেত্রে এই সমস্ত নতুন ধারাবাহিক গুলোকে দর্শকরা গ্রহণ করেছেন, আবার কিছু ক্ষেত্রে মুখ ফিরিয়ে রেখেছেন।

টিআরপি রেটিং একটু নামলেই যেহেতু এখন ধারাবাহিক বন্ধ করে দেওয়া হচ্ছে তাই ক্রমাগত কিন্তু প্রত্যেকটা সিরিয়ালের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা লেগে রয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়েই জনপ্রিয়তা বাড়ানোর খাতিরে একেবারে নতুন রাস্তা নিল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক হরগৌরী পাইস হোটেল। এমনিতে যদিও এই ধারাবাহিকের টিআরপি খুব একটা নিচের দিকে নয়, তবে দর্শকদের মনোরঞ্জনের জন্য একটু নতুন টুইস্ট নিয়ে আসলে ক্ষতি কি!

প্রসঙ্গত উল্লেখ্য গত বছর সেপ্টেম্বর মাসে যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্ত সম্পূর্ণ ধরনের নতুন গল্পের কম্বিনেশনে হরগৌরী পাইস হোটেল নামের এই ধারাবাহিকটি শুরু করেন।দর্শকরা একদম নতুন জুটি হিসেবে পেয়েছেন শঙ্কর এবং ঐশানীকে। যে ভূমিকায় দেখা যাচ্ছে শুভস্মিতা মুখোপাধ্যায় এবং রাহুল মজুমদারকে। এমনিতে ধারাবাহিকের গল্প ভালো হলেও মাঝেসাঝেই টিআরপি নেমে যাচ্ছে একটু নিচের দিকে।এই অবস্থায় দাঁড়িয়ে তাই ধারাবাহীকে নিয়ে আসা হতে চলেছে এক জনপ্রিয় ইউটিউবার কে।

কমবেশি আপনারা সকলেই এই ইউটিউবারের নামের সঙ্গে পরিচিত রয়েছেন। তিনি আবার বাংলার উর্ফি জাভেদ নামেও পরিচিত। নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমরা কার কথা বলছি। আমরা বলছি জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহার কথা। সম্প্রতি কিছুদিন আগেই নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে রাহুল মজুমদারের সঙ্গে একটি রিল ভিডিও পোস্ট করেছেন স্যান্ডি সাহা।

এই ভিডিওতে ট্রেন্ডিং গানে নাচতে দেখা গেছে তাদের। ‘তু খিলাড়ি মে আনাড়ি’ গানে নিচে ছেন তারা। ভিডিওটি পোস্ট করার পরে নিজের একটি কমেন্ট পিন করে রেখেছেন স্যান্ডি। যেহেতু ধারাবাহিকের সেটে এই রিল ভিডিওটি বানানো হয়েছে তাই অনেকেই মনে করছেন সম্ভবত খুব শীঘ্রই এখানে আসতে চলেছেন জনপ্রিয় এই ইউটিউবার। তবে বিষয়টি নেটিজেনদের একাংশ খুব একটা ভালোভাবে গ্রহণ করেননি।

Check Also

মা হওয়ার পর ক্যারিয়ার নষ্ট হলে, হয়ে যাকঃ আলিয়া ভাট

অভিনয় থেকে শুরু করে প্রযোজনায় পদার্পণ, ২০২২ সালে সাফল্যের চূড়ায় ছিলেন আলিয়া ভাট। নতুন বছরেও ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *