Home / Education / দিনমজুরের ছেলে ল্যাম্পপোস্টের তলায় অঙ্ক ইংরাজি শেখাচ্ছেন পু’লিশ অফিসার, প্রশংসার বন্যা দেশজুড়ে

দিনমজুরের ছেলে ল্যাম্পপোস্টের তলায় অঙ্ক ইংরাজি শেখাচ্ছেন পু’লিশ অফিসার, প্রশংসার বন্যা দেশজুড়ে

Copy

পু’লিশ (police) মানেই যেন এক ভ’য়ংকর মানব, এই ধারনা আছে অনেকেরই মনে। যদিও পু’লিশের মানবিক আচরণের নিদর্শন ভুড়ি ভুড়ি, তবুও আজও মানুষের অকারণ পু’লিশ ভীতি কা’টেনি। সম্প্রতি দিল্লি (delhi) পু’লিশের এমন এক মানবিক রূপ সামনে এল যা আপনার ধারনা পা’ল্টে দিতে বাধ্য।

রাস্তায় ল্যাম্পপোস্টের ধারে এক পু’লিশ গাড়ির বনেটে বই খাতা রেখে চলছে পড়াশোনা। দিন মজুরের ছেলেকে মন দিয়ে অঙ্ক ইংরেজি শেখাচ্ছেন পু’লিশ অফিসার। গত দুই মাস ধরে এমনই দৃশ্য দেখছে দিল্লিবাসী।

জানা গিয়েছে, ঐ পু’লিশ অফিসার দিল্লির পলাশিয়া এলাকার স্টেশন হাউস অফিসার (এসএইচও) বিনোদ দীক্ষিত। লকডাউনে এক বস্তিতে টহল দেওয়ার সময় পরিচয় হয় রাজ নামের এক দিনমজুরের ছেলের সাথে৷ রাজ তাকে জানায় লকডাউনে মানুষের জন্য পু’লিশের কাজ করা দেখে সে অনুপ্রাণিত। সেও বড় হয়ে পু’লিশ হতে চায়।

কিন্তু পু’লিশ হতে গেলে যথেষ্ট পড়াশোনার প্রয়োজন। অথচ দিনমজুর পরিবারের ছেলে রাজের সেই আর্থিক ক্ষ’মতা নেই। এরপরই তাকে পড়াশোনায় সাহায্য করতে সম্মত হন অফি’সার দীক্ষিত। তারপর থেকেই কখনো এ.টি.এম এর সামনে কখনো ল্যাম্পপোস্ট এর তলায় চলছে দৈনিক শিক্ষাদান।

যদিও পু’লিশ অফিসার দীক্ষিত জানিয়েছেন এই প্রথম নয়, ধর এবং রতলমে এলাকায় কর্তব্যরত থাকার সময়েও তিনি অনেক পথশিশুকে পড়িয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ পু’লিশেও যোগদান করেছে।

ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে প্রশংসার বন্যায় উপচে পড়েছেন ঐ পু’লিশ অফিসার। পাশাপাশি নেট দুনিয়া রাজের অধ্যাবসায়কেও বাহবা জানিয়েছেন।

Check Also

মানুষের বাড়ি বাড়ি হাড়ি-পাতিল বিক্রি করা ফেরিওয়ালের মেয়ে বিসিএস ক্যাডার।

Copy বিরেণ সরকার। নিজের এক টুকরো জমি নেই। নেই বসতবাড়ি। একটি ভাড়া বাড়িতে থাকেন। গ্রামে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *