Home / Entertainment / দিদুনের কোলে আদর খাচ্ছে ছোট্ট ইউভান, একরত্তি নাতিকে স্নেহের পরশ শুভশ্রীর মায়ের

দিদুনের কোলে আদর খাচ্ছে ছোট্ট ইউভান, একরত্তি নাতিকে স্নেহের পরশ শুভশ্রীর মায়ের

Copy

টলিউডে সম্ভবত এই প্রথম কোনো স্টার কিডকে নিয়ে এত মাতামাতি চলছে সোশ্যাল মিডিয়ায়। রাজশ্রী– অর্থাৎ রাজ চক্রবর্তী ও শুভশ্রীর আদরের ছোট্ট ইউভান জন্মানোর পরই তকমা পেয়েছে সেলিব্রিটির। ইনস্টাগ্রামে রীতিমত তৈরি হয়েছে এই খুদে স্টারের নামে ফ্যান পেজ। আর ইউভানের ফলোয়ার্স ছাড়াতে চলেছে ৪ হাজারের গন্ডী!

প্রথম থেকেই নিয়মিত মা ও বাবার সঙ্গে ভাইরাল হচ্ছে ছোট্ট খুদে। নজরে পড়ছে বারে বারে তার কৌতূহলী দৃষ্টি। এবার নিজের ফ্যানপেজ থেকেই দিদার সঙ্গে পোস্ট দেখা গেল যুভানের।

দিদার কোলে আদর খেতে ব্যস্ত শুভশ্রীর ছোট্ট তারকা। দুটি ছবি পোস্ট করা হয়েছে, যেখানে আবারও নজর কেড়েছে ইউভানের কৌতূহলী দৃষ্টির। অবাক বিস্ময়ে দুটি ছবিতেই খুদে চেয়ে রয়েছে তার দিদার মুখের দিকে। ছবিগুলি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এরমধ্যেই।

Check Also

হাঁটুর বয়সী নায়কের সঙ্গে ৩ মিনিটের ভিডিওতে ঝড় তুললেন শ্রাবন্তী! (ভিডিও)

Copy টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির ক্যারিয়ার শুরু হয়েছিল ১৯৯৭ সালে। সে হিসেবে রূপালি পর্দায় ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *