Home / Entertainment / দিদুনের কোলে আদর খাচ্ছে ছোট্ট ইউভান, একরত্তি নাতিকে স্নেহের পরশ শুভশ্রীর মায়ের

দিদুনের কোলে আদর খাচ্ছে ছোট্ট ইউভান, একরত্তি নাতিকে স্নেহের পরশ শুভশ্রীর মায়ের

টলিউডে সম্ভবত এই প্রথম কোনো স্টার কিডকে নিয়ে এত মাতামাতি চলছে সোশ্যাল মিডিয়ায়। রাজশ্রী– অর্থাৎ রাজ চক্রবর্তী ও শুভশ্রীর আদরের ছোট্ট ইউভান জন্মানোর পরই তকমা পেয়েছে সেলিব্রিটির। ইনস্টাগ্রামে রীতিমত তৈরি হয়েছে এই খুদে স্টারের নামে ফ্যান পেজ। আর ইউভানের ফলোয়ার্স ছাড়াতে চলেছে ৪ হাজারের গন্ডী!

প্রথম থেকেই নিয়মিত মা ও বাবার সঙ্গে ভাইরাল হচ্ছে ছোট্ট খুদে। নজরে পড়ছে বারে বারে তার কৌতূহলী দৃষ্টি। এবার নিজের ফ্যানপেজ থেকেই দিদার সঙ্গে পোস্ট দেখা গেল যুভানের।

দিদার কোলে আদর খেতে ব্যস্ত শুভশ্রীর ছোট্ট তারকা। দুটি ছবি পোস্ট করা হয়েছে, যেখানে আবারও নজর কেড়েছে ইউভানের কৌতূহলী দৃষ্টির। অবাক বিস্ময়ে দুটি ছবিতেই খুদে চেয়ে রয়েছে তার দিদার মুখের দিকে। ছবিগুলি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এরমধ্যেই।

Check Also

মাইয়া রে তোর বিজলি জ্বলা রূপ, গ্রাম্য রাস্তার মাঝে তুমুল নাচে ভাইরাল সুন্দরী যুবতী, রইল ভিডিও

কথায় আছে “ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার”! একজন মানুষের বাহ্যিক পোশাক-আশাক ও পরিস্থিতি ...