Home / Health / তিনটি সিদ্ধ ডিমের দাম ১৬৭২, বিল দেখেই চোখ কপালে

তিনটি সিদ্ধ ডিমের দাম ১৬৭২, বিল দেখেই চোখ কপালে

Copy

কিছুদিন আগেই পাঁচতারা হোটেলে কলার দাম শুনিয়ে সবাইকে অবাক করেছিলেন অ’ভিনেতা রাহুল বোস। ম্যারিয়টে তাঁকে তিনটি কলা দেওয়া হয়েছিল। যার দাম ছিল ৪৪২ টাকা। নেট দুনিয়ায় হইচই পড়ে গিয়েছিল।

এবার ডিমের দামে অবাক নেটিজেনরা। তিনটি সি’দ্ধ ডিমের দাম ১০০০ টাকা। আমেদাবাদের একটি পাঁচতারা হোটেলে এই ঘটনা ঘটেছে। মিউজিক ডিরেক্টর শেখর রাভজিয়ানির স’ঙ্গে এই ঘটনা ঘটেছে। ট্যুইটারে তিনি এই অদ্ভুত ঘটনার কথা শেয়ার করেছেন।

শেখর জানিয়েছেন, আমেদাবাদের হায়াত রিজেন্সিতে ৩টি সি’দ্ধ ডিমের জন্য মোট ১৬৭২ টাকা দাম নেওয়া হয়েছে। সেই বিলের ছবিও পোস্ট করেছেন তিনি। বৃহস্পতিবার ট্যুইটারে সেই ছবি পোস্ট করেন তিনি। কয়েক’শ রিট্যুইট হয়েছে সেই ট্যুইট।

জুলাই মাসে রাহুল বোসের কলার বিল হয়েছিল ৪৪২ টাকা। যা দেখে চমকে গিয়েছিলেন অ’ভিনেতা। তিনি ভিডিও পোস্ট করে সেই বিল দেখানোর পরই হইচই শুরু হবে যায় সোশ্যাল মিডিয়ায়। এরপর হোটেলের বিরু’দ্ধে জিএসটি নিয়ে ত’দন্তের নির্দেশও দেওয়া হয়।

চণ্ডীগড়ের শুল্ক বিভাগের ডেপুটি কমিশনার ও ট্যাক্সেশন কমিশনার মনদীপ সিং ব্রার অবৈ’ধভাবে জিএসটি নেওয়ার জন্য JW Marriott হোটেলের বিরু’দ্ধে ত’দন্ত করেন। দুটি কলার দাম কেন ৪৪২ টাকা নেওয়া হল, তা ত’দন্ত করে দেখা হয়।

শুল্ক ও কর বিভাগের তরফ থেকে ২৫০০০ টাকা জরিমানা ধার্য করা হয়েছে ওই হোটেলের জন্য। অবৈ’ধভাবে কর নেওয়ার জন্য শাস্তিস্বরূপ এই জরিমানা ধার্য করা হয়। মনদীপ সিং ব্রার অ’ভিনেতার পোস্ট করা ভিডিও দেখেই ত’দন্তের নির্দেশ দেন। কীভাবে ওই হোটেল জিএসটি নিল, সেটাই খতিয়ে দেখা হয়। পাশাপাশি অন্য কোন কোন খাবারে এই হোটেল অবৈ’ধভাবে জিএসটি নিচ্ছে, সেটাও দেখার নির্দেশ দেওয়া হয়।

Check Also

রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানোসহ নিম পাতার ৭টি জাদুকরী উপকারিতা

Copy নিম একটি ঔষধি গাছ যার ডাল, পাতা, রস সবই কাজে লাগে। নিম একটি বহুবর্ষজীবী ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *