Home / News / ট্রেনে টিকিট কাটার নিয়মে বড়সড় রদবদল, জানুন নতুন নিয়ম

ট্রেনে টিকিট কাটার নিয়মে বড়সড় রদবদল, জানুন নতুন নিয়ম

ট্রেনে যাত্রীদের পরিষেবা আরও ভালো করতে চাইছে রেল। এবার ট্রেন স্টেশন ছাড়ার ৫ মিনিট আগেও টিকিট কাটা যাবে। আগামী ১০ই অক্টোবর থেকে এই নিয়ম লাগু হবে। আর ট্রেন ছেড়ে যাওয়ার ৩০ মিনিট আগে দ্বিতীয় সংরক্ষণের তালিকা প্রস্তুত করা হবে। করোনা পরিস্থিতির জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

করোনা-পরবর্তী প্রস্তুতি সারতে ভারতীয় রেল কিছু বিশেষ ট্রেন পরিষেবা চালু করেছে। ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের দু-ঘণ্টা আগে দ্বিতীয় সংরক্ষণ তালিকা প্রস্তুত করা হয়। ১০ অক্টোবরের পর থেকে দ্বিতীয় সংরক্ষণ তালিকা প্রস্তুতের আগে পর্যন্ত ট্রেনের টিকিট কাটা যাবে।

তবে এই সমস্ত পরিষেবা চালু হলেও ভারতীয় রেলের পক্ষ থেকে বিশেষ কারণ ছাড়া সফর না করার জন্য এবং স্টেশনে জমায়েত করতে বারণ করা হয়েছে। টিকিট বাতিল হলে সেই শুন্যস্থানে টিকিট কাটার জন্য দ্বিতীয় তালিকা তৈরি হওয়ার আগে অনলাইনে টিকিট কাটতে পারবেন যাত্রীরা।

Check Also

কচি কাঁঠালের এঁচোড় দিয়ে চিংড়ি মাছ এইভাবে রান্না করলে তার স্বাদ হবে দারুন! গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, রইলো স্টেপ বাই স্টেপ পদ্ধতি!

আমরা বাঙালি মাত্রই ভোজন রসিক, বিশেষ করে গ্রাম গঞ্জের লোকাল যত খাবার আছে, বিভিন্ন পালা ...