Home / News / ঝড়ের গতিতে কমছে স্বর্ণের দাম, প্রচুর ক্রেতা মার্কেটে

ঝড়ের গতিতে কমছে স্বর্ণের দাম, প্রচুর ক্রেতা মার্কেটে

পুজো যতদিন এগোচ্ছে ততোই দাম কমছে সোনার। চলতি স’’প্ত াহে প্রথম থেকেই প্রায় নিম্নমুখী ছিল সোনার দর। সেই ধা’রাবাহিকতা বজায় রেখে ফের কমলো সোনার দাম। শুধু সোনা নয় সোনাকে টে’ক্কা দিতে

এবার দাম কমলো রুপোরও। চলতি বছর করো’’না কাঁ’টায় ল’কডা’উনের জেরে হুরমুড়িয়ে বেড়ে গিয়েছিল সোনার দাম। সোনার অ’ত্যধিক দামে বিক্রি ব’ন্ধ হয়ে গিয়েছিল সোনা। কপালে চি’ন্তার ভাঁ’জ পড়ে ছিল সোনা

প্রেমীদের। যদিও ফের মুখে হাঁসি ফুটেছে সোনা প্রেমীদের। কারণ গত কয়েকদিন ধরেই দাম কম সোনার। মা’র্চের পর আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপোর দামে এটাই সবথেকে বড় পতন। সোনার দাম কমা’র প্রস’’ঙ্গে ব্রো’কারে’জ হাউসের তরফে মনে করা হচ্ছে,৪৯২৫০ টাকার নিচে সোনার দাম চলে যাওয়া মানে এবার সোনা ৪৮,৯০০ থেকে ৪৮,৮০০ টাকার মধ্যে ট্রে’ড করবে৷

এটা বলতেই হয় এক স’’প্ত াহে ৪.৬ শতাংশ সোনার দাম কমেছে। অন্যদিকে, প্রায় ১৫ শতাংশ রুপো সস্তা হয়েছে৷ বিশেষজ্ঞরা মনে করছেন বেশ কিছু সময় পর্যন্ত সোনার দামে পতন লক্ষ্য করা যাব’’ে৷ বিশেষজ্ঞরা বলছেন, সোনার দামে পতন বেশ কিছু সময় পর্যন্ত লক্ষ্য করা যাব’’ে৷ আসুন এবার দেখে নেওয়া যাক ঠিক কতটা কমেছে সোনার দাম।

এমসিএক্স সূচকে ১০ গ্রাম গোল্ড ফিউচার্সের দাম ২৩৮ টাকা কমে দাঁড়িয়েছে ৪৯,৬৬৬ টাকা। অন্যদিকে, সা’’প্ত াহিক হিসেবের দিকে তাকালে দেখা যাচ্ছে প্রতি ১০ গ্রামে সোনার দাম প্রায় কমেছে ২০০০ টাকা৷ কম যাচ্ছে না রূপোও। সোনার পাশাপাশি রুপোর দামও প্রতি কিলোগ্রামে প্রায় ১ শতাংশ কমে ৫৯.০১৮ টাকা হয়েছে। সা’’প্ত াহিক হিসেব অনুযায়ী রুপোর পতন প্রতি কেজিতে ৯,০০০ টাকা।

Check Also

কচি কাঁঠালের এঁচোড় দিয়ে চিংড়ি মাছ এইভাবে রান্না করলে তার স্বাদ হবে দারুন! গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, রইলো স্টেপ বাই স্টেপ পদ্ধতি!

আমরা বাঙালি মাত্রই ভোজন রসিক, বিশেষ করে গ্রাম গঞ্জের লোকাল যত খাবার আছে, বিভিন্ন পালা ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *