Wednesday , September 27 2023
Home / Hindu / জেনে নিন, শনি দেবকে সন্তুস্ত করার সহজ উপায়, সুখী হবে জীবন

জেনে নিন, শনি দেবকে সন্তুস্ত করার সহজ উপায়, সুখী হবে জীবন

শনিবার, জ্যোতিষ শাস্ত্রের মতে গ্রহরাজ ‘শনিদেব’ কোনো ব্যক্তির উপর রুষ্ঠ থাকলে সেই ব্যক্তির জীবনে নানা রকম বাধা আসে, জীবনে নানা রকম বিপদ ঘটে৷ হওয়া কাজেও বাধার সৃষ্টি হয়৷ জীবনকে সুন্দর করতে শনিদেবকে কিভাবে সন্তুষ্ট করবেন জেনে নিন-

জ্যোতিষ শাস্ত্রের মতে কোনো ব্যক্তি আজকের দিনে শনি দেবের পূজা করলে শনিদেব সেই ব্যক্তি প্রতি সন্তুষ্ট থাকেন৷ সোনিদেব সন্তুষ্ট থাকলে নানা বিপদ কেটে যাবে৷

শনিদেবকে সন্তুষ্ট করতে সকালে সূর্যদেবকে প্রণাম করার সময় এই মন্ত্রটি জপ করুন

‘সূর্যপুত্র দীর্ঘদেহী বিশালাক্ষঃ শিবপ্রিয়ঃ।
‘মন্দচার প্রসন্নাত্মা পীড়া দহতু শনিঃ।’

এছাড়াও পূজার বদলে কোনো ব্যক্তি যদি যে কোনো স্থানের শনিদেবের মন্দিরে ধূপকাঠি, পূজার ফুল, প্রসাদ, তিল, তেল দিয়ে আসে তবে সেই ব্যক্তির উপরেও শনিদেব সন্তুষ্ট থাকে৷

Check Also

তারা মায়ের স্বপ্নাদিষ্ট অব্যর্থ ওষুধ খেয়ে সুস্থ হন রোগীরা, রয়েছে ৪০০ বছরের প্রাচীন মন্দিরের মাহাত্ম্য

তারা মায়ের স্বপ্নাদিষ্ট অব্যর্থ ওষুধ খেয়ে সুস্থ হন রোগীরা, রয়েছে ৪০০ বছরের প্রাচীন মন্দিরের মাহাত্ম্য ...