Home / News / জে’নে নিন গরমে বিদ্যুৎ বিল কমানোর ৭ কৌশল

জে’নে নিন গরমে বিদ্যুৎ বিল কমানোর ৭ কৌশল

গরমের সময় বেড়ে যায় বিদ্যুৎ বিল। কারণ এ সময় বিদ্যুৎ খরচ অন্য সময়ে চেয়ে বেশি হয়।বাতি, ফ্রিজ, কম্পিউটার, ওয়াশিং মেশিন, ওভেন, ব্লেন্ডার, আয়রন ব্যবহারসহ আরও অনেক কাজে বিদ্যুৎ খরচ হয়।মাস শেষে বিদ্যুতের বিল এলে অনেকের মাথা ন’ষ্ট। শুধু বিদ্যুতের বিল বাঁ’চাতে হবে এমন নয়, বিদ্যুৎ সংরক্ষণ ক’রতে হবে।

কিছু নিয়ম মেনে চললে এই বিলের খরচ কমানো যায়। আসুন জে’নে নিই গরমে বিদ্যুৎ বিল কমানোর সাত কৌশল-

১. মোবাইল চার্জার থেকে খোলার পর অবশ্যই সুইচ ব’ন্ধ করুন।২. এসি রিমোট দিয়ে ব’ন্ধ করার পর সুইচ ব’ন্ধ করুন।

৩. ব্যবহার করুন সিএফএল বা এলইডি লাইট। এসব লাইটের আলোয় ফিলামেন্টের তুলনায় সার্কিট ব্যবহার হওয়ায় বিদ্যুতের খরচ কমে।

৪. যে কোনো বৈদ্যুতিক যন্ত্র কেনার সময় স্টার রেটিংয়ে ভরসা রাখু’ন। কোনো যন্ত্রের স্টার রেটিং বেশি হলে তার ইউনিট বাঁ’চানোর ক্ষ’মতাও ততোধিক।

৫. পুরনো তার, পুরনো যন্ত্র ব্যবহারে বিদ্যুৎ বিল বাড়ে। তাই ১০-১৫ বছরের পুরনো যন্ত্র বা তার ব্যবহার না। আধুনিক যন্ত্র ব্যবহার করুন।

৬. ঘন ঘন এসি চালু ও ব’ন্ধ করবেন না। চালিয়ে কিছুক্ষণ পর ব’ন্ধ করাই নিয়ম। এসি মেশিন রোদ-বৃষ্টির হাত থেকে বাঁ’চাতে ঢেকে রাখলে তাতে মেশিন খা’রাপ হয় তাড়াতাড়ি।

৭. দিনে এক ঘণ্টা করে ব’ন্ধ রাখু’ন ফ্রিজ। এতে যন্ত্রও বিশ্রাম পাবে, বিদ্যুৎও বাঁচবে।তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা।

Check Also

কচি কাঁঠালের এঁচোড় দিয়ে চিংড়ি মাছ এইভাবে রান্না করলে তার স্বাদ হবে দারুন! গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, রইলো স্টেপ বাই স্টেপ পদ্ধতি!

আমরা বাঙালি মাত্রই ভোজন রসিক, বিশেষ করে গ্রাম গঞ্জের লোকাল যত খাবার আছে, বিভিন্ন পালা ...