Home / Lifestyle / জাভেদ হাবিবের থেকে জানুন চুলে কন্ডিশনার লাগানোর সঠিক পদ্ধতি

জাভেদ হাবিবের থেকে জানুন চুলে কন্ডিশনার লাগানোর সঠিক পদ্ধতি

চুলে কন্ডিশনার লাগানোর এই পদ্ধতি শিখে নিন হেয়ার এক্সপার্ট জাভেদ হাবিবের থেকে আলাদা করে আর কিছু করতে হবে না, চুল সিল্কি রাখতে।

চুল কন্ডিশনার লাগানো কি উচিত? এটি করা কি দরকার? শ্যাম্পু লাগানোর পরেই কি চুলের কন্ডিশনার প্রয়োগ করা উচিত? কন্ডিশনার প্রয়োগের সঠিক পদ্ধতি কী?

এই ভিডিওতে হেয়ার এক্সপার্ট জাভেদ হাবিব কন্ডিশনার সম্পর্কিত আপনার যে কোনও প্রশ্নের উত্তর দিচ্ছেন। কেবল তাই নয়, তিনি চুলে কন্ডিশনার লাগানোর সবচেয়ে ভালো ও কার্যকরী প্রক্রিয়া স্বয়ং নিজে করে দেখাচ্ছেন।

জাভেদ সাহেব ঠিক যেভাবে উপরের ভিডিওতে দেখিয়েছেন, ঠিক সেইভাবে চুলে কন্ডিশনার প্রয়োগ করুন। সব সময় শ্যাম্পু করার পরে এটি অ্যাপ্লাই করবেন। আপনারা যদি যথাযথ ভাবে এটি প্রয়োগ করতে পারেন তাহলে স্প্লিট এন্ডস (split ends) বা চুল ফাটার সমস্যা থেকে একেবারের মত মুক্তি পাবেন।

কোন কন্ডিশনার বেছে নেবেন?
ওয়াও ব্র্যান্ডের এই কন্ডিশনারটি নারকেল তেল এবং অ্যাভোকাডো অয়েল দিয়ে তৈরি, যা মহিলাদের খুবই পছন্দের। আর আমরাও এটা ব্যবহারের পরামর্শ দিয়ে থাকি। এই কন্ডিশনারটি ক্ষতিকারক সালফেট এবং প্যারাবেন থেকেও মুক্ত। এটি আপনার চুলের জন্য ভালো।

Check Also

আপনার কি রাতের বেলা চোখে ঘুম নেই? তাহলে আপনার যা যা করণীয়, দেখেনিন

অনিদ্রার সমস্যায় ভোগেন অনেকেই। ঘুম না এলে শুধু এপাশ ওপাশ করে অনেকের সারারাত কেটে যায়। ...