Home / News / জলের দরে 4G ফিচার ফোন আনলো Nokia, সাথে চলবে Jio সিম

জলের দরে 4G ফিচার ফোন আনলো Nokia, সাথে চলবে Jio সিম

ভারতের বাজারে Nokia দুটি 4G ফিচার ফোন লঞ্চ করলো। এই ফিচার ফোন দুটিতে রয়েছে VoLTE কলিংয়ের সুবিধা। দামও গ্রাহকদের হাতের নাগালেই। যে সকল ফিচার ফোন ব্যবহারকারীরা এই যাব’ত Jio সিম ব্যবহার করার জন্য মুখিয়ে ছিলেন তারা এই ফোনে Jio সিম ব্যবহার করতে পারবেন। ফিচার ফোনে Jio সিম ব্যবহার করার জন্য JioPhone থাকলেও তার গু’ণগতমান নিয়ে অ’ভিযোগ রয়েছে দেশজুড়ে।

Nokia-র তরফ থেকে সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ করা 4G ফিচার ফোন দুটি হল 215 4G এবং Nokia 225 4G। এই ফোন দুটিতে রয়েছে কালার স্ক্রীন, ওয়ারলেস FM রে’ডিও এবং Nokia-র চিরাচরিত সেই স্নেক গেম। চলুন দেখে নেওয়া যাক এই দুটি ফোনের দাম এবং অন্যান্য স্পেসিফিকেশন।

Nokia 215 4G ও Nokia 225 4G-এর দাম

Nokia-র এই দুটি মডেলের দাম যথাক্রমে ২,৯৪৯ টাকা এবং ৩,৪৯৯ টাকা। নভেম্বর মাস থেকে এই ফোন দুটি বাজারে উপলব্ধ হবে।

Nokia 215 4G ও Nokia 225 4G-এর স্পেসিফিকেশন

দুটি ফোনই ডুয়েল সিম যুক্ত। ফোন দুটিতে রয়েছে T9 আইল্যান্ড স্টাইল নাম্বারিক কীপ্যাড। ফোন দুটির স্ক্রীন QVGA এলসিডি ডিসপ্লে সহ QVGA। এছাড়াও রয়েছে ১,১৫০ mAh ব্যাটারি, ওয়্যারলেস FM রে’ডিও, এলইডি ফ্ল্যাশ, ৩.৫ এমএম অডিও জ্যাক ও MP3 প্লেয়ার, ১২৮ এমবি স্টোরেজ, মাইক্রোএসডি ৩২ জিবি পর্যন্ত কার্ড সা’পোর্ট। Nokia 225 4G ফোনে আছে ০.৩ মেগাপিক্সেল VGA ক্যামেরা।

Check Also

কচি কাঁঠালের এঁচোড় দিয়ে চিংড়ি মাছ এইভাবে রান্না করলে তার স্বাদ হবে দারুন! গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, রইলো স্টেপ বাই স্টেপ পদ্ধতি!

আমরা বাঙালি মাত্রই ভোজন রসিক, বিশেষ করে গ্রাম গঞ্জের লোকাল যত খাবার আছে, বিভিন্ন পালা ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *