কলম করে গাছ লাগানো অত্যন্ত প্রচলিত একটা বিষয়। কিন্তু খুব সুক্ষ কাজ যেহেতু তাই সবার পক্ষে তা করা সম্ভব হয় না।
আজ এমন একটি পদ্ধতি আপনাদের বলব যার মাধ্যমে কেবল মাত্র একটি পেয়ারা গাছের ডাল দ্বারা আপনি আস্ত একটা পেয়ারা গাছ গজিয়ে,
ফেলতে পারবেন। শফিকুল গার্ডেন নামক ইউটিউব চ্যানেলে একটি সহজ পদ্ধতি বর্ননা করা হয়েছে। এরজন্য আমাদের প্রয়োজন পেয়ারা,
গাছের ডালের টুকরো, টিস্যু পেপার, গামলা, বালি আর জল। ইতিমধ্যেই সেই ভিডিও দেখে ফেলেছে ৬ হাজার মানুষ। এরজন্যে প্রথমে পেয়ারা গাছের ডালকে ছোটো ছোটো টুকরো করে নিতে হবে। এবার ডালের একদিকে টিস্যু পেপার ভালো করে জড়িয়ে নিতে হবে। এমনভাবে জড়াবেন যাতে মুখ না বেরিয়ে থাকে। এবার একটি বাটিতে জল নিন। তাতে টিস্যু পেপার মোড়ানো গাছের ডালটি ভিজিয়ে রাখুন। এবার একটি বালতি বা গামলা নিন। মনে রাখবেন, তার তলায় যেন অবশ্যই অনেকগুলি ছিদ্র থাকে। এগুলি জল চলাচলে সহায্য করে। এবার ঐ গামলাটি বালি দিয়ে ভর্তি করুন। পুরো ভরার দরকার নেই। ৫-৬ ইঞ্চি ফাঁকা রাখতে হবে উপরে। এবার একটি কাঠি দিয়ে বালির ভেতর ততগুলো গর্ত করুন যতগুলি টিস্যু জড়ানো ডাল রয়েছে আপনার কাছে।
এবার ঐ গর্তে ডালের ভেজা টিস্যুর দিকটা ঢুকিয়ে দিন। মাটি দিয়ে চেপে বসান। এবং প্রচুর পরিমাণে জল দিন। যেহেতু বালি তাই প্রচুর জল শোষণও করবে। এবার একটি কাটা বোতল ডালের উপর চাপা দিয়ে দিন। দিন ১০ এরমভাবেই থাকবে গাছের ডালটি। যখন দেখবেন ডালটায় পাতা গজাচ্ছে অল্প অল্প তখন বোতলটার ঢাকা সরিয়ে খোলা হাওয়ায় রাখুন। আরও ১৮ দিন ওভাবেই থাকবে গাছের ডালটি। ৩০ দিন পর দেখবেন বেশ বড়সড় হয়ে গিয়েছে পাতাগুলি। আরও ৩০ দিন অপেক্ষা করলে দেখবেন পুরুষ্টু পাতা গজিয়েছে। এই সময় গামলা থেকে ডালটা তুলে ফেলুন। দেখবেন টিস্যুর জায়গাটায় শিকর গজিয়েছে গাছটির। ব্যস আর কি! আপনার পেয়ারা গাছের চারা তৈরি। এবার ভালো মাটিতে পুঁতে দিন যেখানে চান। জল সার দিন নিয়মিত। কিছু বছরের মধ্যেই ফলন পাবেন।