Home / Videos / জঙ্গলের রাস্তায় বাইক নিয়ে কেরামতি! দুই যুবককে নাকানি চুবানি খাওয়াল বিশালাকার হাতি, ভাইরাল ভিডিও

জঙ্গলের রাস্তায় বাইক নিয়ে কেরামতি! দুই যুবককে নাকানি চুবানি খাওয়াল বিশালাকার হাতি, ভাইরাল ভিডিও

কখনো হুরমুরিয়ে বাগানে ঢুকে পড়ছে কখনো জমির ফসল নষ্ট করছে কখনো

লোকালয়ে চলে আসছে হাতির এই ধরনের অত্যাচারের খবর অনেক সময় পাওয়া যায়। আবার যারা

জঙ্গল সাফারি করেন তারাও অনেক রোমাঞ্চকর ঘটনার সাক্ষী হয়েছেন কখনো এমন ঘটনা ঘটে যা ভয় পাইয়ে দেয়। যেমন শোনা যায় অরণ্য সাফারিতে

বেরিয়ে হাতি পাল গাড়ি ঘিরে ধরেছে কিন্তু জঙ্গল থেকে রাস্তার বেরিয়ে হঠাৎ করে হাতির দৌরাত্ম্য দেখেছেন কি?? সম্প্রতি যে ভিডিওটি

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রয়েছে যা দেখে হাড়হিম হয়ে যাবে। বনের পশুকে তোয়াক্কা না করলে তাদের রাগের মুখ যদি পড়তে হয় তাহলে কি ভয়ানক কান্ড ঘটতে পারে তা এই ভিডিও দেখলে স্পষ্ট হবে। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি বনের মধ্যে রাস্তার উপর হঠাৎই উঠে পড়েছে একটি হাতি। সেই হাতি যখন রাস্তায় উঠে পড়ে তখন ভয়ে বাকি গাড়িগুলো দাড়িয়ে যায়।

কিন্তু দুজন বাইক আরোহী সাহসিকতার সাথে হাতিকে তোয়াক্কা না করে এগিয়ে যেতে থাকেন হাতির নিকটে। এরপরই হাতিটি তাড়া করতে শুরু করে বাইক আরোহী দের। এই ঘটনা দেখে এই সমস্ত সাহস নিমেষে উড়ে যাই বাইক আরোহীদের। ভীত সন্ত্রস্ত হয়ে বাইক ফেলেই পিছনে দৌড়াতে শুরু করেন তারা। তারপর দেখা যায় বাইকটি দুমড়ে মুচড়ে ফেলে হাতিটি। তবে ভাগ্যের জোরে রক্ষা পান বাইক আরোহীরা।

 

Check Also

বাড়ির আঙিনায় প্লাসটিকের টবে আম চাষ করে রাতারাতি লাখপতি বনে গেলে যুবক। যুবকের পদ্ধতিতে আম রোপন করলে হবে ব্যাপক ফলন, জানুন স্টেপ বাই স্টেপ পদ্ধতি ভিডিও সহ!

নিজস্ব প্রতিবেদন:আমের ভরা মৌসুম চলছে। গাছে গাছে দেখা যাচ্ছে আমের সমারোহ। ব্যবসায়ীরা তা ঝুড়ি আর ...