Wednesday , September 27 2023
Home / News / ছোট্ট মেয়ের অসাধারণ ডান্স দেখে মুগ্ধ বিচারক থেকে দর্শকরা, মুহূর্তেই ভাইরাল সেই ভিডিও

ছোট্ট মেয়ের অসাধারণ ডান্স দেখে মুগ্ধ বিচারক থেকে দর্শকরা, মুহূর্তেই ভাইরাল সেই ভিডিও

আমরা প্রায় প্রত্যেকেই ভালোবাসি নাচ ও গান করতে। আর আমাদের অবসর বিনোদনের মাধ্যম হয়ে ওঠে নাচ ও গান। বিভিন্ন গানের ছন্দে অসাধারণ দক্ষতাটি নাচ করে অনেক নৃত্যশিল্পী। আর সেই নৃত্য প্রদর্শন দেখে অবাক হয়ে যায় সকলেই। আর এমনি অনেক অবাক করে দেওয়া নৃত্য শিল্পী রয়েছে ভারতের বিভিন্ন প্রান্তে। আর তাদের প্রতিভা প্রদর্শনের সেরা মাধ্যম হলো বিভিন্ন রিয়ালিটি শো।

আর নাচের রিয়ালিটি শো মানুষের বিনোদনের জন্য আলাদা একটা জায়গা রেখে দেয়। জি টিভির ডান্স ইন্ডিয়া ডান্স হলো দেশের মধ্যে অন্যতম একটি জনপ্রিয় রাকিটি শো। এই শো তে প্রতিভা প্রদর্শন করে অনেকেই হয়েছেন জনপ্রিয়। খুদে থেকে বড় তাদের নৃত্য কৌশল মাঝে মাঝেই অবাক করে দিয়েছে রিয়ালিটি শাওয়ার বিচারক থেকে শুরু করে দর্শকদের।

সম্প্রতি সেই জনপ্রিয় রিয়ালিটি শাওয়ার একটি ছোট্ট ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ভাইরাল ওই ভিডিওতে এক খুদে শিল্পী তার অসাধারণ ডান্স করার কৌশল দেখিয়ে অবাক করে দিয়েছে সেখানে উপস্থিত বিচারক থেকে শুরু করে দর্শকদের। আপনিও দেখে নিতে পারেন সেই রিয়ালিটি শো এর ভাইরাল ভিডিওটি –

Check Also

কচি কাঁঠালের এঁচোড় দিয়ে চিংড়ি মাছ এইভাবে রান্না করলে তার স্বাদ হবে দারুন! গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, রইলো স্টেপ বাই স্টেপ পদ্ধতি!

আমরা বাঙালি মাত্রই ভোজন রসিক, বিশেষ করে গ্রাম গঞ্জের লোকাল যত খাবার আছে, বিভিন্ন পালা ...