Home / Entertainment / চিত্রশিল্পী হিসেবে আত্মপ্রকাশ জাহ্নবী কাপুরের

চিত্রশিল্পী হিসেবে আত্মপ্রকাশ জাহ্নবী কাপুরের

Copy

মহামারি করোনাভাইরাসের সংক্রমণের কারণে অন্যান্য সব কিছুর মতো বন্ধ ছিল বলিউড পাড়াও। শুটিং না থাকায় অনেক তারকাই এ সময় বাড়িতে অলস সময় কাটিয়েছেন। কেউ আবার বাড়িতে থেকেই যুক্ত হয়েছেন অনেক সৃজনশীল কাজে।

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরও যুক্ত ছিলেন এমন কাজে। লকডাউনের সময় বাবা বনি কাপুর আর বোন খুশী কাপুরের সঙ্গে বাড়িতেই ছিলেন তিনি। এ সময় বাড়িতে বসেই তিনি ফটো শ্যুটে অংশ নিয়েছেন। সেই সঙ্গে চিত্রশিল্পী হিসেবে নিজের দক্ষতা বাড়িয়েছেন।

সম্প্রতি ‘ধড়ক’ অভিনেত্রী জাহ্নবী লকডাউনে তার আঁকা ছবিগুলো প্রকাশ করেছেন সামাজিক মাধ্যম ইনস্ট্রাগ্রামে। সেখানে ভক্তদের উদ্দেশে তিনি লিখেছেন, লকডাউনে তিনি চিত্রশিল্পী হওয়ার চেষ্টা করেছেন। এটা তারই বহিঃপ্রকাশ। অনেকেই তার এই প্রচেষ্টার প্রশংসা করে তাকে সাধুবাদ জানিয়েছেন।

লকডাউনের পর ‘দস্তানা টু’ এবং ‘তাখত’ ছবির শুটিং দিয়ে আবারও কাজে ফিরেছেন জাহ্নবী।

Check Also

হাঁটুর বয়সী নায়কের সঙ্গে ৩ মিনিটের ভিডিওতে ঝড় তুললেন শ্রাবন্তী! (ভিডিও)

Copy টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির ক্যারিয়ার শুরু হয়েছিল ১৯৯৭ সালে। সে হিসেবে রূপালি পর্দায় ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *