Home / Videos / চারিদিকে সবুজে ঘেরা পরিবেশে সুন্দরী মেয়েটি কিভাবে জা’ল দিয়ে বাগদা চিংড়ি ধরল! দেখুন ভিডিও

চারিদিকে সবুজে ঘেরা পরিবেশে সুন্দরী মেয়েটি কিভাবে জা’ল দিয়ে বাগদা চিংড়ি ধরল! দেখুন ভিডিও

অন্যান্য প্রজাতির চিংড়ির তুলনার এর বাহ্যিক কাঠামো তার একেক অংশের চেয়ে একটু চ্যাপ্টা প্রকৃতির। সবচেয়ে বড় আকৃতির বাগদা চিংড়ি হচ্ছে

পিনেয়াস মোনোডন। এটি সর্বোচ্চ ৩৩৬ মিলিমিটার বা ১৩.২ ইঞ্চি এবং ওজনে ৪৫০ গ্রাম বা

১ পাউন্ড ওজন পর্যন্ত হয়ে থাকে।বংশবৃদ্ধির উপযুক্ত স্থান হিসেবে সরাসরি জলে ডিম উৎপাদন করে। ডিমের প্রাথমিক অবস্থারূপে লার্ভায় প্রোটোজোয়েল, জোয়া এবং

পোসলার্ভার সংমিশ্রণে গঠিত হয়।[৪] সুস্পষ্টভাবে দিক-নির্দেশনা ও

চলাফেরার সুবিধার্থে মাথার সম্মুখ অংশে শূড় রয়েছে। মাথায় একজোড়া চোখের সাহায্যে সম্মুখ দিক অবলোকন করে সদর্পে অগ্রসর হয়। বক্ষস্থলে পাঁচ জোড়া পেরিওপড বা

হাঁটার উপযোগী পা রয়েছে। প্রথম তিন জোড়া পায়ে ছোট থাবা আছে।লুসিফারিডে এবং এসটেস গোত্রের বাগদা চিংড়ির শেষ দুই জোড়া

পায়ে থাবা নেই। এর অধিকাংশ মাংসপেশী তলপেটকে বাঁকানোর কাজে ব্যবহার করা হয় এবং তলেপেটের প্রায় সবটুকু অংশই মাংসপেশী দিয়ে পূর্ণ। ১৭টিরও অধিক মাংসপেশী প্রত্যেক জোড়া প্লিওপডকে সাঁতার কার্য্যে অংশ নিতে সাহায্য করে। ১৬টি শক্তিশালী মাংসপেশী লেজের অঙ্গ সঞ্চালন ও পিছনের দিকের চলাফেরায় ভূমিকা রাখে।

এ মাংসপেশীগুলোই একত্রিতভাবে মাংস হিসেবে পরিচিত এবং এর জন্যেই বাণিজ্যিকভাবে আহরণসহ খামারে চাষাবাদ করা হয় ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলে তা ব্যাপক পরিমাণে ভাইরাল হয়ে যায়।ভিডিওটি রীতিমতো ইউটিউবে ভাইরাল হয়ে গিয়েছে লক্ষ লক্ষ মানুষ ভিউ করেছে এই ভিডিওটি।সম্প্রীতি ভিডিওতে দেখা যায় যে চারিদিকে সবুজে ঘেরা পরিবেশে সুন্দরী মেয়েটি কিভাবে জাল দিয়ে বাগদা চিংড়ি ধরল! দেখুন ভিডিও

 

Check Also

বাড়ির আঙিনায় প্লাসটিকের টবে আম চাষ করে রাতারাতি লাখপতি বনে গেলে যুবক। যুবকের পদ্ধতিতে আম রোপন করলে হবে ব্যাপক ফলন, জানুন স্টেপ বাই স্টেপ পদ্ধতি ভিডিও সহ!

নিজস্ব প্রতিবেদন:আমের ভরা মৌসুম চলছে। গাছে গাছে দেখা যাচ্ছে আমের সমারোহ। ব্যবসায়ীরা তা ঝুড়ি আর ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *