ঘরে বসে স্মার্টফোনেই আবেদন করুন নতুন রেশন কার্ডের! – রেশন (Ration) ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে কেন্দ্র। রেশন কার্ড থাকলেই দেশের যে কোনও প্রান্ত থেকে মিলবে রেশন। এবার সেই কার্ডের আবেদন করা আরও সহজ হল। স্মার্টফোন (Smart Phone) আর
দশটি বিশেষ ডকুমেন্টস থাকলেই বাড়ি বসে রেশন কার্ডের আবেদন জানানো যাবে।দেশজুড়ে ‘এক দেশ, এক রেশন কার্ড’ নিয়ম জারি হওয়ার পর রেশন কার্ডের (Ration Card) গুরুত্ব আরও বেড়েছে। এই যোজনায় দেশের যে কোনও প্রান্ত থেকে সস্তায় রেশন পাওয়া যাবে।
তার জন্য কোনও নতুন কার্ড প্রয়োজন হবে না। তবে এখনও অনেকেরই রেশনকার্ড নেই। সেই রেশন কার্ড বানাতে করোনার পরিস্থিতি ছোটাছুটি করতেও নারাজ অনেকে। তাদেরও মুশকিল আসান হাজির করেছে সরকার। স্মার্ট ফোন থেকেই রেশন কার্ডের আবেদন করা যাবে।
সব রাজ্য এই উদ্দেশ্যে একটি ওয়েবসাইট তৈরি করেছে৷ আপনি যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্যের ওয়েবসাইটে গিয়ে রেশন কার্ডের জন্য আবেদন করতে পারেন। রেশন কার্ডের জন্য কীভাবে আবেদন জানাতে হবে? আবেদনকারীকে প্রথমে নিজের রাজ্যের সরকারি ওয়েবসাইটে
লগইন করতে হবে। এরপর Apply online for ration card লিঙ্কে ক্লিক করতে হবে। রেশন কার্ড তৈরির জন্য আইডি প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার আইডি, পাসপোর্ট, হেলথ কার্ড বা ড্রাইভিং লাইসেন্স আইডি প্রুফ হিসেবে দেওয়া যেতে পারে। কার্ড তৈরির জন্য ৫
থেকে ৪৫ টাকা চার্জ দিতে হতে পারে৷ আবেদন পত্র ফিল আপ করার পর চার্জ ও অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পর ফিল্ড ভেরিফিকেশন হবে। আবেদন সঠিক হলে রেশন কার্ড তৈরি হয়ে যাবে। তবে নিজের রাজ্যের ওয়েবসাইট জেনে নিয়ে আবেদন করতে হবে। বেশকিছু রাজ্য এখনও এই ওয়েবসাইট তৈরি করতে পারেনি। বাংলার বাসিন্দারা https://wbpds.gov.in/ এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারেন।