সোশ্যাল মিডিয়া খুললেই আমরা এখন দেখতে পাই অসংখ্য ভাইরাল ভিডিও। অসংখ্য ইউনিভার্সিটি ভাইরাল ভিডিওর মধ্যে কখনো থাকে কিছু মজাদার,
ভিডিও আবার কখনো থাকে বেশ দুঃখের ভিডিও। সম্প্রতি ভাইরাল হয়েছে একটি বাচ্চা ছেলের দুর্দান্ত গান গাওয়ার ভিডিও।
পায়রালে এই ভিডিওতে দেখা গেছে বাচ্চা ছেলেটি গান গাইছে ট্রেনের মধ্যে। ট্রেনের মধ্যেই তার এমন অসাধারণ গান গাওয়ার ভিডিও ভাইরাল,
হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আসলে বাচ্চা ছেলেটির মতন এরকম আমরা অনেক এখন দেখতে পাই যারা ট্রেনে ঘুরেফিরে গান গেয়ে অর্থ উপার্জন করেন মানুষের থেকে। একমাত্র পেটের দায়ে তারা এবং গান গেয়ে অর্থ উপার্জন করেন। এভাবেই হয়তো বাচ্চাটির ট্রেনের মধ্যে গান গাইছিল আর সেই সময় কোন ব্যক্তি তার ভিডিও করে সোশ্যাল মিডিয়া আপলোড করে দেয়। যা এখন মানুষের মনি কোঠায় জায়গা করে নিয়েছে। “বাচপান কা পেয়ার” এই গানটি প্রায় আমরা সকলেই শুনেছি। ভাইরাল এই ভিডিওতে এই বাচ্চাটিকে একটি হাতে করে ড্রাম নিয়ে এই গান গাইতে দেখা গেল। দেখা গেল বাচ্চাটি যেভাবে দুর্দান্ত ড্রাম বাজাচ্ছে হাতে করে তেমনি দুর্দান্ত তার গানের গলাও। বাচ্চাটির এমন অসাধারণ গান শুনলে আপনারও মন ভরে যেতে বাধ্য হবে।
দেখা গেছে ট্রেনে বসে থাকা বেশিরভাগ যাত্রী বাচ্চাটির অসাধারণ এমন গান করা নিজেদের ফোনে ক্যামেরাবন্দি করছে। বাচ্চাটির বয়স কিন্তু খুবই কম। তবে এই বয়সে এসে এমন সুন্দর গান গাওয়া শিখে গেছে। আসলে পুরোটাই পরিস্থিতির চাপে। কারণ এই বয়সে অন্য বাচ্চারা যেখানে খেলাধুলা পড়াশোনা এইসব নিয়ে থাকে সেখানে এই বাচ্চাটিকে বেরিয়ে যেতে হয়েছে এমন গান করে অর্থ উপার্জন করার জন্য। একটু পরে দেখা গেছে বাচ্চাটিকে অন্য একটি গান গাইতে। বাচ্চাটি এভাবেই একের পর এক অন্যরকম সব গান গেয়ে গেছে ট্রেনের মধ্যে। আর তার গান শুনে পুরো অবাক এবং মুগ্ধ হয়ে গেছেন সেখানকার যাত্রীরা। বাচ্চাটিকে গাইতে শোনা গেছে “সাহি যাবে না যুদাই সাজনা তেরে বিনা দিল নেহি লাগদা” গানটি।
যেরকম সে পরপর প্রত্যেকটি গান অনায়াসে গেয়ে দিয়েছে সেরকম সে অনায়াসেই তার হাতে থাকা ড্রাম বাজিয়েছে এবং সকলের মন জিতে নিয়েছে। একদম চরণ তো ট্রেনে গান গেয়ে এক অন্যরকম পরিবেশ সৃষ্টি করে যে বাচ্চাটি। এরপর ভিডিওতে আরো একটি বাচ্চাকে আগের বাচ্চাটির সাথে যুক্ত হয়ে গান গাইতে দেখা গেছে। বলা বাহুল্য তাদের দুজনের গানের গলায় কিন্তু একদম নিখুঁত এবং প্রশংসনীয়। আর দেখার বিষয় হলো তাদের দুজনের বয়স কিন্তু খুবই কম। ভিডিওটি ভাইরাল হয়েছে ইউটিউবে Half Engineer নামের একটি চ্যানেল থেকে। গত এক বছর আগে ভাইরাল হওয়া এই ভিডিওটি বর্তমানে দেখেছে উনিশ হাজার মানুষ আর লাইক সংখ্যাও এসেছে অসংখ্য।