Home / Lifestyle / গবেষণা জানাচ্ছে; ঘুম হতে দেরি করে ওঠা ব্যক্তিরাই সবচেয়ে বেশি বুদ্ধিমান হয়

গবেষণা জানাচ্ছে; ঘুম হতে দেরি করে ওঠা ব্যক্তিরাই সবচেয়ে বেশি বুদ্ধিমান হয়

গবেষণা জানাচ্ছে; ঘুম হতে দেরি করে ওঠা ব্যক্তিরাই – কি আপনি কি দেরি করে ঘুৃম হতে ওঠেন? তাহলে আপনিই সবচেয়ে বেশি বু্দ্ধিমান মানুষ। অবাক হলেন এই কথাটি শুনে? একটি জনপ্রিয় ফেসবুক পেজে একবার একটা পোস্টে দেখা গিয়েছিল প্রেমে পড়ার চেয়ে ঘুমিয়ে পড়া ঢেড় ভালো। আসলে তা কতটুকু সত্য তা আমরা জানি না।

ঘুম যে মানুষের অত্যাবশকীয় দৈনন্দিন কাজ তা নিয়ে কোন সন্দেহ নেই। এই ঘুমকে ঘিরে মানুষের মাথাব্যথার অন্ত নেই। কেউবা অধিকা সময় ধরে ঘুমান কেউবা আবার নিদ্রহীনতায় ভূগে। ওষুধ খেয়েও যেন কিছুতেই চোখে ঘুম আসে না। মানে ইনসোমেনিয়াতে ভুগেন।

অনেকে রয়েছেন রাতে বিছানায় শরীর দেওয়া মাত্র নাক ডেকে গড় গড় করে ঘুমাচ্ছেন। অবার অনেকে রয়েছেন কিছুতেই সহজে সময় মত রাতে ঘুম আসতে চায় না। সকালে ওঠার তারা প্রায় প্রতিটি মাানুষেরই থাকে। সকালবেলা অফিস, স্কুল, কলেজসহ কর্মস্থলে যাওয়ার তাড়া থাকে। ঘড়ির অ্যালার্মে কিছুতেই যেন ঘুম ভাঙ্গে না।

রোজ দেরি ঘুম হতে ওঠা নিত্যদিনের একটা সমস্যা হয়েছে অনেকের। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে, গবেষকরা আবার এই সমস্যাকে ইতিবাচক ভাবেই দেখছেন। দেরিতে ঘুুম হতে ওঠা নিয়ে চিন্তার কোন কারণ নেই। বরং তা শরীর এবং মানসিক দিক দিয়েও ভালো এমনটাই দাবি করেছেন একদল গবেষক।

সম্প্রতি আমেরিকার গবেষক দলের প্রধান সাতোশি কানাজাওয়া ও কাজা পেরিনা নামের এই দুই বিজ্ঞানী গবেষণার দ্বারা এমন তথ্য পেয়েছেন। তাঁদের মতে যারা দেরি করে ঘুম হতে ওঠেন তার জীবনে অনেকাংশে সৃজনশীল এবং স্বাধীনচেতা মানুষ হয়ে থাকেন।

এছাড়াও তাদের বোধবুদ্ধি এবং চিন্তাভাবনা অন্যদের থেকে অনেকাংশে ইতিবাচক এবং অনেকটাই উন্নত মানসিকতার হয়ে থাকে। তাদের ব্যক্তিত্ব হয়ে থাকে উন্ন ধরণের। তবে তারা জানিয়েছেন যে, প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলাই ভালো।

Check Also

আপনার কি রাতের বেলা চোখে ঘুম নেই? তাহলে আপনার যা যা করণীয়, দেখেনিন

অনিদ্রার সমস্যায় ভোগেন অনেকেই। ঘুম না এলে শুধু এপাশ ওপাশ করে অনেকের সারারাত কেটে যায়। ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *