Home / Hindu / গণেশ চতুর্থী সিদ্ধিদাতাকে প্রতিষ্ঠা করুন এই সময়, ভাগ্যের দরজা খুলবে তাহলেই

গণেশ চতুর্থী সিদ্ধিদাতাকে প্রতিষ্ঠা করুন এই সময়, ভাগ্যের দরজা খুলবে তাহলেই

Copy

গণেশ চতুর্থী গোটা দেশে পালিত হয় খুবই আড়ম্বরের সঙ্গে৷ যা পরিচিত গণেশ পুজো নামেও। বিশেষত এই উৎসব হয় খুবই ধুমধাম করে পশ্চিম ও মধ্য ভারতের মহারাষ্ট্র, গুজরাত, উত্তর প্রদেশে৷ গণেশের মূর্তি স্থাপন করা হয় বাড়িতে। দুই থেকে দশ দিন এই গণেশ পুজো চলে।

এই বছর গণেশ চতুর্থীর উদযাপিত হবে ২২ অগাস্ট শনিবার। জ্ঞান, প্রজ্ঞা, ধন, সম্পদ, সমৃদ্ধির জন্য সিদ্ধিদাতা পূজিত হন। বিশ্বাস করা হয় যে ঘরে সুখ, সমৃদ্ধি এবং শান্তি প্রতিষ্ঠিত হয় গণেশকে সন্তুষ্ট করতে পারলে।

গনেশকে বাড়িতে নিয়ে আসুন পঞ্জিকা অনুসারে৷ না হলে ঘোর বিপদ৷ পাঁজি মতে, বাড়িতে গণেশ প্রতিষ্ঠা করুন এই দিনের বিশেষ সময়কে মাথায় রেখে। কারণ খুবই শুভ এই লগ্ন। বিশেষ করে খুবই অশুভ বলে মনে করা হয় ভাদ্র মাসে শুক্লপক্ষের চাঁদ দেখা। ভুল করে এই দিনে চাঁদ দেখলে, পরের দিন সকালে কোনও দরিদ্রকে দান করতে হয় সাদা কাপড়।

Check Also

তারা মায়ের স্বপ্নাদিষ্ট অব্যর্থ ওষুধ খেয়ে সুস্থ হন রোগীরা, রয়েছে ৪০০ বছরের প্রাচীন মন্দিরের মাহাত্ম্য

Copy তারা মায়ের স্বপ্নাদিষ্ট অব্যর্থ ওষুধ খেয়ে সুস্থ হন রোগীরা, রয়েছে ৪০০ বছরের প্রাচীন মন্দিরের ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *