Home / News / ক্যান্সারকে হারিয়ে নতুন স্টাইলে দেখা গেলো সঞ্জু বাবাকে, শুভেচ্ছাবার্তা ভক্তদের

ক্যান্সারকে হারিয়ে নতুন স্টাইলে দেখা গেলো সঞ্জু বাবাকে, শুভেচ্ছাবার্তা ভক্তদের

Copy

বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত বেশকিছুদিন ধরেই ক্যান্সারের সাথে লড়াই করে গিয়েছেন। সেই কারণে তাঁর শরীর খুবই দুর্বল হয়ে পরে। তিনি সিনেমা থেকেও কিছু দিনের জন্য ছুটি নিয়ে নেন।

এরপর তিনি আমেরিকা গিয়ে ক্যান্সারের চিকিৎসা করানোর জন্য ভিসাও তৈরী করেছিলেন। কিন্তু এরপর তিনি তাঁর সিদ্ধান্ত বদল করে মুম্বইতে চিকিৎসা শুরু করান। এরপর সন্তানদের সাথে দেখা করতে দুবাই দুবাই ফিরে যান। দুবাই থেকে ফিরে এসেছেই ফের পুরোনো ছন্দে দেখা গেলো বলিউডের সঞ্জু বাবাকে। তিনি ক্যান্সারকে হারিয়ে বলিউডে ফের বি টাউনে আসর বসলেন অভিনেতা। ক্যান্সারকে হারিয়ে তিনি নতুন হেয়ার স্টাইলে সবাইকে চমকে দিলেন।

সঞ্জু বাবা ফের দাপটের সাথে ফিরলেন অভিনয় জগতে। স্যালোনে গিয়ে তিনি নতুন লুক দিলেন। বর্তমানে নতুন হেয়ার কালারে মাত করেছেন সঞ্জয় দত্ত। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় পুরোনো সঞ্জু বাবার ছবির ছড়াছড়ি লেগে গেছে।

Check Also

সুন্দরবনের নদীতে মিলল প্রায় ৭ ফুটের তেলেভোলা মাছ, বিক্রি হল ৪৩ লক্ষ টাকায়।

Copy ওপার বাংলার সুন্দরবনের নদীতে মিলল প্রায় ৭ ফুটের তেলেভোলা মাছ। ৭৮ কেজির ওজনের মাছটি ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *