Home / News / কম যাত্রী নিয়ে বাস চালাতে রাজি নন মালিকরা

কম যাত্রী নিয়ে বাস চালাতে রাজি নন মালিকরা

আগামী ৩১ মে থেকে রাজধানীসহ সারাদেশে সীমিত আকারে গণপরিবহন চালুর নির্দেশ দিয়েছে স’রকার। তবে এক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

তবে এ সিদ্ধান্তে খুশি নন গণপরিবহন মালিক ও শ্র’মিকরা। স্বল্প যাত্রী নিয়ে বাস চালাতে রাজি নয় মালিক ও শ্র’মিক সংগঠনগুলো। তারা বলছে, বিআরটিএ’র সঙ্গে আলোচনার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

সড়ক পরিবহন শ্র’মিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, গাড়ি চলবে সীমিত পরিসরে। যদি ২০ বা ৩০ পার্সেন্ট গাড়ি চলে, তবে ৭০ শতাংশ শ্র’মিকদের কি হবে? এত গাড়ির মধ্যে কোনটা চলবে, কোনটা চলবে না এই নিয়ে তো মা’রামারি লাগবে।

সড়ক পরিবহন মালিক সমিতির মহাস’চিব খন্দকার এনায়েত বলেন, স্বাস্থ্যবিধি মেনে কতটুকু সম্ভব এটা নিয়ে আমার শঙ্কা আছে। সীমিত আকারে কি বোঝাতে চাচ্ছে, তা মিটিংয়ে বসলে বোঝা যাবে।

Check Also

কচি কাঁঠালের এঁচোড় দিয়ে চিংড়ি মাছ এইভাবে রান্না করলে তার স্বাদ হবে দারুন! গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, রইলো স্টেপ বাই স্টেপ পদ্ধতি!

আমরা বাঙালি মাত্রই ভোজন রসিক, বিশেষ করে গ্রাম গঞ্জের লোকাল যত খাবার আছে, বিভিন্ন পালা ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *