Home / News / কমলো রান্নার গ্যাসের দাম! দাম দাঁড়ালো কত? রইল বিস্তারিত

কমলো রান্নার গ্যাসের দাম! দাম দাঁড়ালো কত? রইল বিস্তারিত

Copy

বর্তমানে গৃহস্থালির কাজ কে আরও সহজ করেছে রান্নার গ্যাস। রান্না করার বি’ষয়টি আগে যেমন ছিল পরিশ্রমসাধ্য, বর্তমানে সেটা ততই সহজ হয়ে গিয়েছে গৃহস্থালির কাছে। সেই সাথে ভারতের একটি বৃ’হত্তর অংশ কে রান্নার গ্যাসের পরিষেবার সাথে যোগ করা হয়েছে। উজ্জ্বলা যোজনায় নিম্নবিত্তের ঘরেও পৌঁছে গিয়েছে গ্যাস।

এছাড়াও শিল্পক্ষেত্র থেকে শুরু করে অটোমোবাইল শিল্পে বাণিজ্যিক এলপিজি যথেষ্ট পরিমাণে ব্যবহৃত হয়। তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃ’দ্ধি পাওয়ায় মাঝখানে গ্যাসের দাম বৃ’দ্ধি পেয়েছিল যথেষ্ট। তবে আবার তা কমে যায়। ভারতে তেল কোম্পানি গু’লি মাসের প্রথমেই গ্যাসের দাম নির্ধারণ করে। সেই অনুযায়ী সারাদেশে গ্যাসের দাম নির্ধারিত হয়।

এবার জানা গিয়েছে আরেকটি সুখবর। আবার কমেছে গ্যাসের দাম।যেখানে করো’নার এই ভ-য়া-ব-হ আবহে, সারাদেশের মানুষের অর্থনৈতিক পরিকাঠামো বি-প-র্য-স্ত হয়েছে, সেখানে গ্যাসের এই মূল্য হ্রাস পাওয়ায়, কিছুটা হলেও স্বস্তি মিলেছে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তদের।

আগস্টে গ্যাসের দামে ততটা পরিবর্তন হয়নি। বরং আগস্টে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছিল এক টাকা এবং রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েছিল ৫০ পয়সা। জানা গিয়েছে কলকাতায় রান্নার গ্যাসের ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমে হয়েছে ১১৯৬.৫০ পয়সা। এবং এলপিজি গ্যাসের ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৫০ পয়সা কমেছে। রান্নার গ্যাসের দাম হয়েছে ৬২০.৫০ টাকা প্রতি সিলিন্ডার।

Check Also

সুন্দরবনের নদীতে মিলল প্রায় ৭ ফুটের তেলেভোলা মাছ, বিক্রি হল ৪৩ লক্ষ টাকায়।

Copy ওপার বাংলার সুন্দরবনের নদীতে মিলল প্রায় ৭ ফুটের তেলেভোলা মাছ। ৭৮ কেজির ওজনের মাছটি ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *