Home / News / কবে বিদায় নেবে ক’রোনা জানিয়ে দিল করোনার ভবিষ্যৎবাণী করা কিশোর

কবে বিদায় নেবে ক’রোনা জানিয়ে দিল করোনার ভবিষ্যৎবাণী করা কিশোর

কয়েক যুগ পর সারা বিশ্বের সামনে এমন এক বিপর্যয় নেমে এসেছে।গৃহবন্দী মানুষেরা বলছেন, এমন এক বিপর্যয় কোনোদিন আসবে তা ভাবিনি। সত্যি, করোনা ভাইরাস যে এভাবে সারা বিশ্বে থাবা বসাবে তা আমরা কেওই জানতাম না। কিন্তু এক বিষ্ময় বালক গতবছরই এই করোনা সংকটের পূর্বাভাস দিয়েছিল।

অভিজ্ঞ আনন্দ নামে এক জ্যোতিষ বালক গতবছর ইউটিউবে একটি ভিডিও প্রকাশ করে। ‘Severe Danger To The World From Nov 2019 To April 2020’ নামে ওই ভিডিওতে অভিজ্ঞ বলে, ২০১৯ এর নভেম্বর থেকে ২০২০ সালের এপ্রিলের মধ্যে একটি মারণ রোগ সারা বিশ্বে সংকট সৃষ্টি করবে।

অভিজ্ঞ সেই ভিডিওতে জানায়, ২০২০ সালে নেমে আসা মারণ রোগ মানবজাতির অস্ত্বিত্ব সংকটে ফেলবে। যদিও সেই সময় অল্পবয়সী সেই বালকের কথায় কেও তেমন আমল দেননি।

কিন্তু অভিজ্ঞর পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলে যাওয়ায় সে আবারও নতুন করে খবরের পাতায় উঠে এসেছে।সেই ভিডিওতে অভিজ্ঞ বলে, মারণ রোগের প্রকোপ ২০২০ সালের ৩১শে মে এর মধ্যে কমে যাবে।

কিন্তু সম্প্রতি অভিজ্ঞ আবার একটি ভিডিও প্রকাশ করে, সেখানে সে বলে ৩১ শে মে এর মধ্যে মারণ ভাইরাসের প্রকোপ কমলেও তা দীর্ঘস্থায়ী হবে না।অভিজ্ঞ ভিডিওতে আরও জানায় ২০২০ সালের, ডিসেম্বরে সারা পৃথিবীতে আরও একটি সংকট নেমে আসবে।

সেই সংকট ২০২১ সালের ৩১ শে মার্চ পর্যন্ত স্থায়ী হবে। মারণ ভাইরাস করোনা থেকে বাঁচতে অভিজ্ঞ নিজেই কিছু পরামর্শ দেয়। সে বলে মারণ ভাইরাস নাক বা কান দিয়ে প্রবেশ করবে না এর থেকে বাঁচতে হলে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে।

তার জন্য নিয়মিত তুলসী পাতা খাওয়ার পরামর্শ দিয়েছে অভিজ্ঞ। এছাড়াও জলে কাঁচা হলুদ,আদা ও জোয়ান ফুটিয়ে সেই জলের ভাপ নিতে বলেছে অভিজ্ঞ।

Check Also

কচি কাঁঠালের এঁচোড় দিয়ে চিংড়ি মাছ এইভাবে রান্না করলে তার স্বাদ হবে দারুন! গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, রইলো স্টেপ বাই স্টেপ পদ্ধতি!

আমরা বাঙালি মাত্রই ভোজন রসিক, বিশেষ করে গ্রাম গঞ্জের লোকাল যত খাবার আছে, বিভিন্ন পালা ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *