Home / Hindu / কখনই নিরাশ করেননা আনন্দময়ী মা, জগৎ সংসার চলে তাঁর কৃপাতেই

কখনই নিরাশ করেননা আনন্দময়ী মা, জগৎ সংসার চলে তাঁর কৃপাতেই

Copy

মা আনন্দময়ী সর্বদা রক্ষা করে থাকেন সমস্ত বিপদ থেকে৷ নানান ধরনের ঝক্কি থাকে জীবনের প্রতিটি মুহূর্তই। সমস্ত কষ্ট দূর করেন কালীঘাটের আনন্দময়ী মা৷ সন্তানের থেকে গুরুত্বপূর্ণ কিছু নেই আর কালীঘাটের কৃপাময়ী মায়ের কাছে৷

সন্তানের জীবন হয়ে ওঠে অত্যন্ত সুন্দর মায়ের শক্তিতেই৷ কালীঘাটের মা জীবনের গতিপতে ফিরিয়ে নিয়ে আসেন লক্ষ্যভ্রষ্টকে৷ কোনও সমস্যা হয়না যিনি সৎ পথে থাকেন তাঁর৷ আজকের দিনে বোকারাই সততা বা সৎ পথে চলে৷ এই প্রচলন বহুদিনের৷

কিন্তু সন্তানকে নিরাশ করেননা কালীঘাটের মা, সব সমযেই অনুপ্রেরণা দেন সৎপথে চলার জন৷ কখনই দুর্বলতা প্রশ্রয় পায়না চলার পথে সর্বদা জীবন শক্তিশালী হয়ে ওঠে মায়ের কৃপায়৷

Check Also

তারা মায়ের স্বপ্নাদিষ্ট অব্যর্থ ওষুধ খেয়ে সুস্থ হন রোগীরা, রয়েছে ৪০০ বছরের প্রাচীন মন্দিরের মাহাত্ম্য

Copy তারা মায়ের স্বপ্নাদিষ্ট অব্যর্থ ওষুধ খেয়ে সুস্থ হন রোগীরা, রয়েছে ৪০০ বছরের প্রাচীন মন্দিরের ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *