এ সময়ে যে ৬টি খাবারেই ফুসফুস ভালো থাকবে – প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়াবহতা দিন দিন বাড়ছে। আমাদের দেশেও বাড়ছে এর আক্রান্তের সংখ্যা। নিশ্চয়ই জানেন, এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ফুসফুস। তাই যদি শরীরের কার্যকারিতা
ঠিক রাখতে চান, তবে ফুসফুসের যত্ন নেয়া খুব জরুরি। অতিরিক্ত বায়ু দূষণ ও ধূমপানের মতো বাজে স্বভাবের কারণে ফুসফুসের ক্ষতি হয়ে থাকে। তবে এমন কিছু খাবার রয়েছে, যা ফুসফুসের জন্য ভালো। তাই এই সময় এসব খাবার বেশি বেশি খাওয়া প্রয়োজন। চলুন জেনে নেয়া
যাক যে ছয় খাবার খেলে ফুসফুস ভালো থাকবে- ১। আদা-রসুন ফুসফুস ভালো রাখতে দারুণ কাজ করে। এসব মসলায় থাকা অ্যান্টিইনফ্ল্যামেটরি উপাদান ফুসফুস পরিষ্কার রাখে ও কার্যকারিতাও বাড়ায়। ২। আপেলে থাকা ফেনোলিক যৌগ ও ফ্ল্যাভনয়েড শরীরের প্রদাহ
কমায়। ইউরোপিয়ান জার্নালে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, যেসব শিশু নিয়মিত আপেলের জুস পান করে তাদের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা কম হয়। ৩। নিশ্চয়ই জানেন, গ্রিন টি শরীরের জন্য খুবই উপকারী। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ফুসফুসের প্রদাহ কমায় ও কার্যকারিতা
বাড়ায়। ২০১৭ সালে কোরিয়ান এক গবেষণা থেকে জানা গেছে, যারা নিয়মিত দুই কাপ গ্রিন টি পান করেন, তাদের ফুসফুসের কার্যকারিতা বাড়ে। ৪। বাদাম ও বীজ ফুসফুসের জন্য খুবই উপকারী। আখরোট, পেস্তাবাদাম কাজুবাদাম, চিনাবাদাম, মিষ্টি কুমড়ার বীজ, সূর্যমুখীর বীজ,
ফ্ল্যাক্সসিডে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম, প্রয়োজনীয় খনিজ থাকায় এগুলো শ্বাসতন্ত্র ভালো রাখে। ৫। গোলমরিচে থাকা ক্যাপাসেইসিন উপাদান শ্বাসকষ্টজনিত সমস্যা কমায়। ৬। ফ্যাটি অ্যাসিডসমৃদ্ধ সামুদ্রিক মাছ ফুসফুসের কার্যকারিতা বাড়ায়।