এখানে সামান্য কিছু টাকা জমা করে , প্রতি মাসে পাবেন ৯ হাজার করে টাকা – এর আগে ব্যাংক গু’’লি তাদের গ্রাহকদের সুবিধার কথা ভেবে বিভিন্ন রকম পরিকল্পনা এনেছে। তার সাথে সাথে পুরনো কিছু নিয়মের ঘটিয়েছে পরিবর্তন। লক্ষ্য একটাই যাতে তাদের গ্রাহকদের কোন
কোন অ’সুবিধা না হয়। বিভিন্ন ধরনের প্রকল্পের মধ্যে একটি জনপ্রিয় প্রকল্পের নাম হল “ন্যাশনাল পেনশন স্কিম ” । এই স্কিমের আওতায় আপনি আপনার চাকরি থাকাকালীন প্রতিমাসে অল্প অল্প করে কিছু টাকা জমালে চাকরি থেকে অবসর নেওয়ার পর মিলবে মোটা অংকের
একটা পেনশন ও অন্যান্য পেনশনের তুলনায় অনেক বেশি।এই ন্যাশনাল পেনশন স্কিম একসময় শুধুমাত্র সরকারি চাকরি ক্ষেত্রে দেওয়া ‘হতো কিন্তু এখন সেটা পরিবর্তন করে সবার জন্য খুলে দেওয়া হয়েছে অর্থাৎ সরকারি এবং বেসরকারি চাকরিজীবী মানুষেরা নিজেদের আনতে পারেন
এই স্কিমের অধীনে।এর পাশাপাশি এনপিএস-এ টাকা জমা দিলে ট্যাক্স ছাড় পাওয়া যায় ৷ আপনার নাম বা আপনার স্বামী বা স্ত্রীর নামে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷আপনার মনে প্রশ্ন আসতে পারে কিভাবে মিলবে এই রিটার্ন? ধরুন আপনার বয়স ৩০ বছর। প্রতিমাসে আপনি ৫
হাজার টাকা করে জমা করলে অবসর নেওয়ার আগে অব্দি অর্থাৎ ৬০ বছর অব্দি ব্যাংক আপনাকে ১০% রিটার্ন সুদে আপনার একাউন্ট এ ১.১২ কোটি টাকা জমা করে দেবে । ৬০ বছর ‘হতেই নিয়ম অনুযায়ী, একবারে ৪৫ লক্ষ টাকা পেয়ে যাব’েন ৷ এছাড়া প্রত্যেক মাসে
৪৫,০০০ টাকা পেনশন হিসেবে পেয়ে যাব’েন ৷ অথচ ৩০ বছরে আপনাকে মাত্র ১৮ লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে ৷ ১০ শতাংশ রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তবে ইন্টারেস্ট রেট উপর নিচে ‘হতেই থাকে ৷PFRDA সাবস্ক্রা’ইবারদের ওয়ান টাইম পাসওয়ার্ডের মাধ্যমে অ্যাকাউন্ট
খোলার সুবিধা দিচ্ছে ৷ ব্যা’ঙ্কে অ্যাকাউন্ট থাকলে অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সহজেই অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷ নন- ইন্টারনেট ব্যাঙ্কিং ডিজিটাল মোডের মাধ্যমে এমপিএস অ্যাকাউন্ট খুললে রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি আসবে ৷ এর সাহায্যে পেপারলেস এনপিএস অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷ এই প্রকল্প বাজারে আসাতে অবসরপ্রা’প্ত চাকরিজীবী মানুষের অনেকটাই চি’ন্তা’র মু’ক্তি ঘটেছে ।