Home / News / একটা ভোলা মাছ বদলে দিলো দরিদ্র বৃদ্ধার জীবন, রাতারাতি ধনী হয়ে গেলেন

একটা ভোলা মাছ বদলে দিলো দরিদ্র বৃদ্ধার জীবন, রাতারাতি ধনী হয়ে গেলেন

Copy

চিংড়ির মীন ধরতে গিয়ে বিশাল সাইজের এক ভোলা ভেট’কি মাছ আ’ট’কে গেল জালে। ওজনে প্রায় ৫২ কেজি! এই ঘটনা ঘটেছে ভা’রতের সাগরদ্বীপের চকফুলডুবি গ্রামে। মাছটিকে দেখতে হইচই পড়ে যায়। ভেট’কি মাছটি প্রায় তিন লাখ টাকারও বেশি দামে বিক্রি হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) চকফুলডুবি গ্রামের বাসিন্দা এক বৃ’দ্ধা মীন ধরতে গিয়েছিলেন। হঠাৎ মীন ধ’রার জালে বিশালাকার মাছটি জড়িয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, কোনও জাহাজ বা নৌকায় ধাক্কা খেয়ে মাছটির গায়ে আ’ঘা’ত লেগেছিল। ক্ষতবিক্ষত অবস্থায় পাড়ের দিকে কোনও ভাবে ভেসে আসে মাছটি। সকালে প্রতিদিনের মতো মীন ধরতে গিয়েছিলেন বৃ’দ্ধা। আচ’মকা বিশালাকার মাছটি জালে পড়তেই পরিবারের লোকজনকে ডেকে আনেন তিনি।

অ’তিকায় মাছটি দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে চলে আসেন মাছ ব্যবসায়ীরা। অল্প সময়ের মধ্যে হই চই পড়ে যায় চকফুলডুবি গ্রামে। মাছটি কেনার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করেন। শেষ পর্যন্ত ৫২ কেজি ওজনের ভোলা ভেট’কি ৬ হাজার ২০০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হয়ে যায়। চকফুলডুবি গ্রামের বাসিন্দারা মজা করে বলেছেন, মাছ বিক্রি করে রাতারাতি বড়লোক হয়ে গেলেন ওই বৃ’দ্ধা। তিনি একটি মাছ বিক্রি করে পেয়েছেন তিন লাখ ৩০ হাজার ২০০ টাকা!

Check Also

সুন্দরবনের নদীতে মিলল প্রায় ৭ ফুটের তেলেভোলা মাছ, বিক্রি হল ৪৩ লক্ষ টাকায়।

Copy ওপার বাংলার সুন্দরবনের নদীতে মিলল প্রায় ৭ ফুটের তেলেভোলা মাছ। ৭৮ কেজির ওজনের মাছটি ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *