









কথায় আছে ‘শনির দশা যার লাগে তার জীবন তছমছ করে দেয়, তা কাটাতে অনেকে দৌড়ান জ্যোতিষীর কাছে, অনেকে আবার ধারন করেন পাথর! আবার অনেকে প্রতি শনিবারে করেন শনিদেবের পূজা।





আসুন এবার আমরা জেনে নেই যে শনির শনির দশা হল কিকরে বুঝবো
1. কর্মক্ষেত্রে প্রভাবঃ- আপনার কাজ বা ব্যাবসা আগে ভালো ছিলো, অনেক টাকা ইনকাম করেছেন এই কাজ বা ব্যাবসা থেকে, কিন্তু এখন কিছুতেই বেশী টাকা আসছেনা, তাহলে আপনি বুঝবেন আপনার শনির দশা চলছে।





2. চাকরিতে প্রভাবঃ- হয়তো পরিস্থিতি এতটাই চাপের হয়ে যেতে পারে যাতে আপনার চাকরি ছেড়ে দিতে হয়, চাকরি ছেড়ে দেবার উপক্রম হবে, আপনি মন দিয়ে কাজ করছেন কিন্তু বস বা মালিকের মন আপনি কিছুতেই জয় করতে পারছেন না, এমনকি ভালো কাজ করেও আপনি খারাপ হচ্ছেন।





3. ব্যাবসায় ব্যাপক ক্ষতিঃ- আপনার ব্যাবসায় প্রচুর পরিমাণে ক্ষতির আশঙ্কা , বা হাজার চেষ্টা করেও কয়েক বছর চাকরি করেও প্রমশন হচ্ছে না।
4. আর্থিক দিক হ্রাসঃ- আর্থিক দিক থেকে আপনার ক্ষতি হবে, কিভাবে কিভাবে আপনার টাকাগুলো চলে যাচ্ছে তা বুঝতেও পারবেন না।
5. প্রচুর টেনশনঃ- কিভাবে কিভাবে আপনার প্রচুর টেনশন কাজ করবে মাথায়, আর এই টেনশন থেকেই আপনার শারীরিক সমস্যা দেখা দেবে।





আসুন এবার জানি কিভাবে শনির দশা থেকে রেহাই পাবো।
1. প্রতি শনিবারে ভক্তিভরে শনিদেবের পাচালি পড়ুন, ভক্তিভরে শনিদেবের পূজোয় বাতাসা দিন।
2. প্রতি শনিবারে নিরামিষ আহার গ্রহন করুন,
3. মা কালির পূজো করুন ভক্তিভরে প্রতি শনি ও মঙ্গলবার, কারণ মনে রাখবেন শনিদেবের আরাধ্য দেবী মা কালি।
4. শনি ঠাকুরের সিন্নি গ্রহন করুন প্রতি শনিবার ভক্তিভরে।
অবশ্যই বন্ধু ও সবাইকে শেয়ার করুন ফেসবুকে, আপনিও জানুন ও অন্যদেরও এই তথ্যগুলি জানার সুযোগ করে দিন
























