Home / News / এইভাবে LPG সিলিন্ডার বুকিং করলে, বাজার দরের থেকে সস্তায় মিলবে গ্যাস

এইভাবে LPG সিলিন্ডার বুকিং করলে, বাজার দরের থেকে সস্তায় মিলবে গ্যাস

রান্নার গ্যাসের দামের ছেঁকায় নাজেহাল মধ্যবিত্ত হেঁশেল ৷ চাল ডাল থেকে শাকসবজি সব কিছু আগু’ন দাম ৷ গত কয়েকমাস ধরে বেড়েই চলেছে গ্যাস সিলিন্ডারের দাম ৷ এমন মূল্যবৃ’দ্ধির বাজারে সস্তায় গ্যাস পাওয়া গেলে কে না খুশি হবে ৷

অনলাইনে গ্যাস বুকিংয়ের সময় বিশেষ প’দ্ধতি অনুসরণ করলেই গ্যাসের মোট দামের উপর ৫০ টাকা ছাড় পাওয়া যাব’ে ৷ সস্তায় কিভাবে বুকিং করবেন জেনে নিন এখানে ৷ Indane ট্যুইট করে জানিয়ে অ্যামাজন পে-এর মাধ্যমে নির্দিষ্ট প’দ্ধতি অনুসরণ করে গ্রাহকেরা এলপিজি সিলিন্ডার বুক করলে পুরো ৫০ টাকা ছাড় পাওয়া যাব’ে ৷

অ্যামাজন অ্যাপের মাধ্যমে পেমেন্ট করলেই মিলবে এই সুবিধা ৷ একেবারে ৫০ টাকা ক্যাশব্যাক পাবেন গ্রাহকেরা ৷ সস্তায় গ্যাস পেতে হলে অ্যামাজন অ্যাপের পেমেন্ট অ’পশনে গিয়ে বেছে নিতে হবে নিজেদের গ্যাস সার্ভিস প্রোভাইডার ৷

এবার সেখানে দিতে হবে রেজিস্টার্ড মোবাইল নম্বর বা এলপিজি নম্বর ৷ এবার অ্যামাজন পে-এর মাধ্যমে করে দিতে হবে পেমেন্ট ৷ ব্যাস তাহলেই ৫০ টাকা লাভে রান্নার গ্যাস হাজির আপনার বাড়ি ৷ তবে Indane ট্যুইটে একথাও স্পষ্ট এই ক্যাশব্যাক অফার শুধুমাত্র একবারই মিলবে এবং তাও অ্যামাজন পে-তে ফার্স্ট ট্রান্সজ্যাকশনেই ৷

Check Also

কচি কাঁঠালের এঁচোড় দিয়ে চিংড়ি মাছ এইভাবে রান্না করলে তার স্বাদ হবে দারুন! গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, রইলো স্টেপ বাই স্টেপ পদ্ধতি!

আমরা বাঙালি মাত্রই ভোজন রসিক, বিশেষ করে গ্রাম গঞ্জের লোকাল যত খাবার আছে, বিভিন্ন পালা ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *