রান্নার গ্যাসের দামের ছেঁকায় নাজেহাল মধ্যবিত্ত হেঁশেল ৷ চাল ডাল থেকে শাকসবজি সব কিছু আগু’ন দাম ৷ গত কয়েকমাস ধরে বেড়েই চলেছে গ্যাস সিলিন্ডারের দাম ৷ এমন মূল্যবৃ’দ্ধির বাজারে সস্তায় গ্যাস পাওয়া গেলে কে না খুশি হবে ৷
অনলাইনে গ্যাস বুকিংয়ের সময় বিশেষ প’দ্ধতি অনুসরণ করলেই গ্যাসের মোট দামের উপর ৫০ টাকা ছাড় পাওয়া যাব’ে ৷ সস্তায় কিভাবে বুকিং করবেন জেনে নিন এখানে ৷ Indane ট্যুইট করে জানিয়ে অ্যামাজন পে-এর মাধ্যমে নির্দিষ্ট প’দ্ধতি অনুসরণ করে গ্রাহকেরা এলপিজি সিলিন্ডার বুক করলে পুরো ৫০ টাকা ছাড় পাওয়া যাব’ে ৷
অ্যামাজন অ্যাপের মাধ্যমে পেমেন্ট করলেই মিলবে এই সুবিধা ৷ একেবারে ৫০ টাকা ক্যাশব্যাক পাবেন গ্রাহকেরা ৷ সস্তায় গ্যাস পেতে হলে অ্যামাজন অ্যাপের পেমেন্ট অ’পশনে গিয়ে বেছে নিতে হবে নিজেদের গ্যাস সার্ভিস প্রোভাইডার ৷
এবার সেখানে দিতে হবে রেজিস্টার্ড মোবাইল নম্বর বা এলপিজি নম্বর ৷ এবার অ্যামাজন পে-এর মাধ্যমে করে দিতে হবে পেমেন্ট ৷ ব্যাস তাহলেই ৫০ টাকা লাভে রান্নার গ্যাস হাজির আপনার বাড়ি ৷ তবে Indane ট্যুইটে একথাও স্পষ্ট এই ক্যাশব্যাক অফার শুধুমাত্র একবারই মিলবে এবং তাও অ্যামাজন পে-তে ফার্স্ট ট্রান্সজ্যাকশনেই ৷