এ কী উড়ে বেড়াচ্ছে ? ভিনগ্রহের জীব, মানে এলিয়েন? উত্তরপ্রদেশের আকাশের ‘বিরল’ চিত্রে ছড়িয়ে পড়ল চাঞ্চল্য! শনিবার রীতিমত ভয় পেয়ে গেলেন গ্রেটার নয়ডার দানকউর শহরের বাসিন্দারা! আকাশে উড়ছে এলিয়েন? হানা দিয়েছে অন্য গ্রহের প্রাণী? আতঙ্কে ঘরবন্দি গোটা শহর! শেষমেশ খবর গেল পুলিশে! আধিকারিকরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেন, খোলসা হল রহস্যের!
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে আকাশে মানুষের আকারের কিছু একটা উড়তে দেখে আতঙ্কে কাঁটা হয়ে যান দানকউর শহরের বাসিন্দারা! দাবানলের মতো ছড়িয়ে পড়ে এলিয়েনের হানা দেওয়ার খবর! বেলা বাড়তে থাকলে ধীরে ধীরে নিকটবর্তী ভাট্টা পারসুয়াল গ্রামের একটা খালের ধারে নেমে আসে বস্তুটি। ‘এলিয়েন’-কে দেখতে ভিড় জমান আশাপাশের এলাকার বাসিন্দারা।
কাছে গেলে দেখা যায় ‘এলিয়েন’ নয়, আদতে সেটি একটি গ্যাসভরা বেলুন। দেখতে হুবহু সিনেমার কাল্পনিক চরিত্র আয়রন ম্যানের মতো। দানকউরের পুলিশ আধিকারিক অনিল কুমার পাণ্ডে বলেন, ” একটি বেলুনে হাওয়া ভরে কেউ আকাশে উড়িয়েছিল, গ্যাস ফুরিয়ে যেতে নেমে এসে খালের ধারে ঝোপে আটকে যায়।
বেলুনটি অবিকল সুপার হিরো আয়রন ম্যানের মতো দেখতে, তেমনই রঙ করা। আকাশে এমন অদ্ভুত কিছু ভাসতে দেখে বাসিন্দারা ভাবেন এলিয়েন। যখন বেলুনটি খালের ধারে ঝোপে আটকে ছিল, বেলুনের একটা অংশ খালের জলে গিয়ে পড়ে, জলের তোড়ে সেই অংশটি কাঁপছিল, তাতে মানুষজন আরও ভয় পেয়ে যায়। ধরেই নেয় ‘এলিয়েন’ নড়াচড়া করছে!”
পুলিশ জানান, বেলুনটিতে ক্ষতিকারক কিছউ ছিল না! কিন্তু কে বেলুনটি আকাশে উড়িয়েছিল তা এখনও জানা যায়নি।