Home / Health / ইনসুলিন নেওয়ার দিন শেষ, মাসে ২টি ইঞ্জেকশনেই নিয়ন্ত্রণে থাকবে সুগার

ইনসুলিন নেওয়ার দিন শেষ, মাসে ২টি ইঞ্জেকশনেই নিয়ন্ত্রণে থাকবে সুগার

ইনসুলিন নেওয়ার দিন শেষ, মাসে ২টি ইঞ্জেকশনেই নিয়ন্ত্রণে থাকবে সুগার- মার্কিন ‌যুক্তরাষ্ট্রের ডিউক বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী আশুতোষ চিলকোটির নেতৃত্বে একদল গবেষক ওই নতুন ওষুধটি তৈরি করে ফেলেছেন।

ডায়াবেটিস রোগীদের রোজ ইনসুলিন নেওয়ার দিন হয়তো শেষ হতে চলেছে। রক্তে বিপজ্জনক হারে চিনি থাকলেই রোজ খাবার খান আর না থান ইনসুলিন নিতেই হবে। আর তা হবে না।

ভারতীয় বংশোদ্ভুত এক মার্কিন বিজ্ঞানী নতুন এক ধরনের চিকিৎসার কথা জানিয়েছেন। ওই চিকিৎসায় রোজ ইনসুলিন নয়, একটি ইঞ্জেকশন নিতে হবে মাসে মাত্র ২ বার। তাতেই নিয়ন্ত্রণে থাকবে সুগার।

নতুন এই ইঞ্জেকশনটি ইতিমধ্যেই বাঁদর, ইঁদুরের ওপরে পরীক্ষা করে সাফল্য পাওয়া গেছে। এবার তা মানুষের ওপরে প্রয়োগ করা হবে।

মার্কিন ‌যুক্তরাষ্ট্রের ডিউক বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী আশুতোষ চিলকোটির নেতৃত্বে একদল গবেষক ওই নতুন ওষুধটি তৈরি করে ফেলেছেন।

চিলকোটির গবেষক দলের এক বিজ্ঞানী সংবাদ মাধ্যমে জানিয়েছেন, একটি ইঁদুরের দেহে এই ওষুধটি ১০ দিন কাজ করে আর বাঁদরের দেহে এটি ১৭ দিন কা‌র্যকর থাকে।

মানুষের দেহে রক্ত সঞ্চালন হয় ইঁদুর ও বাঁদরের থেকে অনেক ধীরে ফলে ওষুধটির একটি ডোজ ২ সপ্তাহ কা‌র্যকর থাকতে পারে।

Check Also

জাদুর মতোই স্থা’য়ীভাবে আঁচিল দূর করবে পান! জা’নুন পদ্ধতি

পান খাওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে। পান খাওয়া স্বা’স্থ্যের পক্ষেও উপকারী, তবে অতিরি’ক্ত পান খাওয়া ক্ষ’তিকর। ...