Home / News / ইতিহাস তৈরি করলেন জো বাইডেন

ইতিহাস তৈরি করলেন জো বাইডেন

Copy

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সর্বাধিক ভোট পাওয়ার রেকর্ড করেছেন জো বাইডেন। ২০০৮ সালে সর্বাধিক পপুলার ভোট পাওয়া বারাক ওবামার রেকর্ড ভেঙে দিলেন তারই ডেমোক্র্যট দলীয় সতীর্থ জো বাইডেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সমর ভোর ৫টা পর্যন্ত গণনা হওয়া ভোটের হিসেবে সাত কোটি ২১ লাখ ১০ হাজার ৯৫১ ভোট পেয়েছেন বাইডেন। এর আগে সর্বোচ্চ ভোটের রেকর্ডধারী বারাক ওবামা পেয়েছিলেন ছয় কোটি ৯৪ লাখ ৯৮ হাজার ৫১৬ ভোট।

শুধু তাই নয় চলতি নির্বাচনে পপুলার ভোটে নিজের সংখ্যাগরিষ্ঠতা ইতোমধ্যে নিশ্চিত করেছেন জো বাইডেন। ৫০ শতাংশের বেশি পপুলার ভোট পেয়ে শীর্ষে আছেন বাইডেন। বাইডেনের প্রতিদ্বন্দ্বী দেশটির বর্তমান প্রেসিডেন্ট এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত পেয়েছেন ছয় কোটি ৮৬ লাখ ৪৩ হাজার ৫৪৪ ভোট। দেশটিতে এখনও পাঁচটি রাজ্যের ভোট গণনা বাকি আছে।

তবে সেই রাজ্যগুলোতে গণনার জন্য বাকি থাকা ভোটের সংখ্যা প্রায় ১৮ লাখ ২১ হাজার। এই সব ভোট ট্রাম্প শিবিরে যোগ করলেও পপুলার ভোটে এগিয়ে থাকবেন জো বাইডেন। তবে নেভাদা রাজ্যে এগিয়ে আছেন জো বাইডেন। সেই হিসেব অটুট থাকলে আরও ভোট পাবেন বাইডেন। সবমিলিয়ে দেশটির ইতিহাসে সর্বাধিক পপুলার ভোটের অধিকারী এখন জো বাইডেন।

এবারের নির্বাচন ভেঙেছে আরও একটি রেকর্ড। ১৯০৮ সালের পর এবারই দেশটিতে সর্বাধিক সংখ্যক যোগ্য নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ৬৭ শতাংশ অনুমান করা হলেও এবার সর্বোচ্চ ৬৫ শতাংশ ভোট জমা পড়েছে।

Check Also

সুন্দরবনের নদীতে মিলল প্রায় ৭ ফুটের তেলেভোলা মাছ, বিক্রি হল ৪৩ লক্ষ টাকায়।

Copy ওপার বাংলার সুন্দরবনের নদীতে মিলল প্রায় ৭ ফুটের তেলেভোলা মাছ। ৭৮ কেজির ওজনের মাছটি ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *