Home / Entertainment / আবেদনময়ী রূপে ধরা দিলেন ‘মা’ সিরিয়ালের সেই ছোট্ট ঝিলিক, দেখে নিন অভিনেত্রীর দুর্দান্ত অ্যালবাম

আবেদনময়ী রূপে ধরা দিলেন ‘মা’ সিরিয়ালের সেই ছোট্ট ঝিলিক, দেখে নিন অভিনেত্রীর দুর্দান্ত অ্যালবাম

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে তৎকালীন সময়ে অন্যতম ছিল মা ধারাবাহিকটি। টানা বেশ কয়েকবছর দাপটের সঙ্গে এই ধারাবাহিকটি বাংলা সিরিয়াল প্রেমীদের মনে দা’গ কে’টেছিল। যদিও ধারাবাহিকটি বেশ কয়েক বছর হল শে’ষ হয়ে গিয়েছে কিন্তু তা সত্ত্বেও এখনো অবধি ধারাবাহিকের জনপ্রিয়তায় কিন্তু

এতোটুকু ভাটা পড়েনি আসলে এই গল্পের মূল আকর্ষণ ছিল এক হারিয়ে যাওয়া মেয়ে ও তার মায়ের গল্প। 2009 সালে মাত্র তিন বছর বয়সে ঝিলিক ওরফে তিথি বসু ধারাবাহিকের মধ্য দিয়ে ক্যারিয়ারের রাখেন।মাত্র তিন বছর বয়স থেকেই তাঁর অভিনয় হাতে খড়ি আর বর্তমানে তিনি টলিউড টাউনে এক জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন।

অভিনেত্রীকে আর ধারাবাহিকে দেখা না গেলেও অভিনেত্রী কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ একটিভ থাকেন আর তাইতো একটি থেকে মাঝে মাঝেই নানান ধরনের ছবি শেয়ার করে থাকেন রানিকুঠির জিডি বিড়লা স্কুলের প্রাক্তন ছাত্রী তিথি বসু।পড়াশোনার পাশাপাশি তিনি চুটিয়ে অভিনয় করতেন।

বর্তমানে সেই ছেলে করবে তিথি বসু আর ছোট্ট ঝিলিক নেই বরং অনেক বড় হয়ে গিয়েছেন তিনি।তাইতো সামাজিক মাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ছবি শেয়ার করে ভক্তদের মন ভরিয়ে থাকেন।

সেই ধারাবাহিকতা বজায় রেখে এবার আবারো আবেদনময়ী ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় উষ্ণ’তা ছড়ালেন তিথি বসু। বর্তমানে তিথি বসু আশুতোষ কলেজের ছাত্রী। সাইকোলজি অনার্স নিয়ে পড়াশোনা করেছেন তিনি ।

যদিও বাংলা ধারাবাহিকে দেখা যায়না কিন্তু বাংলাদেশের বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। এবার সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ কতকগুলি ছবি শেয়ার করেছেন যেখানে তার আবেদনময় ফু’টিয়ে তুলেছেন।

কিন্তু ছবি শেয়ার করে তাকে অনেক রকম মন্তব্যের মুখোমুখি হতে হয়েছে যদিও সেই সমস্ত মন্তব্যকে দূরে ঠেলে নিজের মতই রয়েছেন তিথি বসু। খো’লামে’লা পোশাকে ছবি শেয়ার করার জন্য অজস্র মন্তব্যে ভরে উঠেছে তার সোশ্যাল মিডিয়ার ইনবক্স।

কিন্তু সেই সমস্ত মন্তব্যে পাত্তা না দিয়ে নিজের মতো আরো ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। তবে অজস্র মন্তব্য ভরে উঠলেও আসলে কিন্তু সেই সমস্ত ছবি বেশ হিট হয়েছে।

Check Also

মাইয়া রে তোর বিজলি জ্বলা রূপ, গ্রাম্য রাস্তার মাঝে তুমুল নাচে ভাইরাল সুন্দরী যুবতী, রইল ভিডিও

কথায় আছে “ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার”! একজন মানুষের বাহ্যিক পোশাক-আশাক ও পরিস্থিতি ...