Home / News / আবারও নিম্নচাপ, ব্যাপক ঝড়বৃষ্টি হবে! ভাসতে চলছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

আবারও নিম্নচাপ, ব্যাপক ঝড়বৃষ্টি হবে! ভাসতে চলছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

▪️এবার উত্তরব’ঙ্গে বৃষ্টি কমবে , কিন্তু বাড়বে দক্ষিণব’ঙ্গে। ব’ঙ্গো’পসাগরে নিম্নচাপের প্রভাবে ম’ঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণব’ঙ্গে। রবিবার ও সোমবার বিক্ষি’প্ত ভারী বৃষ্টি উত্তরব’ঙ্গে। তারপর থেকে বৃষ্টি কমবে উত্তরব’ঙ্গে। বাতাসে জলীয় বাষ্প থাকে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।

▪️উত্তর ব’ঙ্গো’পসাগরে ঘনীভূ’ত হচ্ছে নিম্নচাপ। ৪ আগস্ট ম’ঙ্গলবার নিম্নচাপ তৈরি হবে। এই নিম্নচাপের ফলে মৌসুমী অক্ষরেখার আরও শক্তিশালী হবে। বৃষ্টি বাড়বে গা’ঙ্গেয় পশ্চিমব’ঙ্গ পূর্ব ভারতের রাজ্যগু’লিতে। ম’ঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণব’ঙ্গে।

উত্তর ব’ঙ্গো’পসাগরে নিম্নচাপ তৈরি হওয়ায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইবে সমুদ্রের অভ্যন্তরে। এর কারণে ম’ঙ্গলবার থেকে মৎস্যজীবীদের উত্তর ব’ঙ্গো’পসাগরে প্রবেশে নিষে’ধাজ্ঞা তৈরি হয়েছে।

▪️কলকাতায় রবিবার আংশিক মেঘলা আকাশ থাকবে৷ স’ঙ্গে দু-এক পশলা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি চরমে উঠবে।

▪️কলকাতায় রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬১ থেকে ৯৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে সামান্য ৬.৪ মিলিমিটার।

▪️আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিং ও আলিপুরদুয়ারে বিক্ষি’প্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তরব’ঙ্গের ওপরের দিকের বাকি তিন জে’লাতে বজ্রবিদ্যুৎ সহ দু একপশলা বৃষ্টি ‘হতে পারে। ম’ঙ্গলবার থেকে বৃষ্টি কমবে উত্তরব’ঙ্গে। আপাতত অতি ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই উত্তরব’ঙ্গের জে’লাগু’লিতে।

▪দক্ষিণব’ঙ্গে এই স’প্ত াহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাসহ গা’ঙ্গেয় পশ্চিমব’ঙ্গ মূলত পশ্চিমের জে’লাগু’লিতে অ’পেক্ষাকৃত বৃষ্টি বেশি হবে। ঝাড়খন্ড ওড়িশা সংল’গ্ন জে’লাগু’লিতে ভারী বৃষ্টির পরিমাণ বেশি হবে। ম’ঙ্গলবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা,দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ম’ঙ্গল,বুধ ও বৃহস্পতিবার এই জে’লাগু’লিতে বিক্ষি’প্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

▪️সোমবার থেকেই বিক্ষি’প্ত ভারী বৃষ্টি শুরু হবে ওড়িশা ও ঝাড়খান্ডে। বিক্ষি’প্ত ভারী বৃষ্টি ‘হতে পারে বিহারেও। মৌসুমী অক্ষরেখার পশ্চিমাংশে স্বাভাবিক জায়গায় থাকলেও এখনও পূর্বাংশ অনেকটা উত্তরে অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা গ’ঙ্গানগর, গোয়ালিয়র, হাজারিবাগ, বহরমপুরের পর পূর্বমুখী হয়ে মেঘালয়, মিজোরাম পর্যন্ত বিস্তৃত। এছাড়াও ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান ও গু’জরাটে। উত্তর ব’ঙ্গো’পসাগরে ঘনীভূ’ত হচ্ছে নিম্নচাপ। এই সিস্টেমের প্রভাবে আগামী ম’ঙ্গল ও বুধবার এ ভারী বৃষ্টির সতর্কতা গা’ঙ্গেয় পশ্চিমব’ঙ্গ ওড়িশার ছত্রিশগড় ঝারখন্ডে।

▪️আগামী ২৪ ঘণ্টায় কঙ্কন গোয়া কর্ণাটক ঘাট এলাকা এবং কেরালায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে বুধবার পর্যন্ত কঙ্কন ও গোয়াতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও ঘাট এলাকায় ম’ঙ্গল ও বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জেও ভারী বৃষ্টির সম্ভাবনা।

Check Also

কচি কাঁঠালের এঁচোড় দিয়ে চিংড়ি মাছ এইভাবে রান্না করলে তার স্বাদ হবে দারুন! গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, রইলো স্টেপ বাই স্টেপ পদ্ধতি!

আমরা বাঙালি মাত্রই ভোজন রসিক, বিশেষ করে গ্রাম গঞ্জের লোকাল যত খাবার আছে, বিভিন্ন পালা ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *