Home / Health / আফ্রিকায় ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী ‘মানকি পক্স’, ১০ জনের মৃত্যু

আফ্রিকায় ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী ‘মানকি পক্স’, ১০ জনের মৃত্যু

Copy

আফ্রিকার ক’ঙ্গোতে ছড়িয়ে পড়ছে প্রা’ণঘা’তী ‘বানর পক্স’। যা ‘মানকি পক্স’ নামেও পরিচিত। এই ভাই’রাসে আ’ক্রা’ন্ত হয়ে ইতিমধ্যে ১০ জনের মৃ’’ত্যু হয়েছে, আরও ১৪১ জনের দে’হে ভাই’রাসের উপস্থিতি পাওয়া গেছে বলে ক’ঙ্গোর স্থানীয় গণমাধ্যমের বরাতে জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

দেশটির চিকিৎসক জানিয়েছেন, সম্প্রতি ৩৩ জন এই ভাই’রাসে আ’ক্রা’ন্ত হন, যা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে।

তিনি আরও জানান, আরও পাঁচ বছর আগেই আফ্রিকায় ‘মানকি পক্স’-এর সন্ধান মেলে।

এ বি’ষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক জরুরি বুলেটিনে বলা হয়, ‘বর্তমান করো’’না ভাই’রাসের মধ্যে চ্যালেঞ্জের মধ্যে রয়েছে গোটা বিশ্ব। এমন অবস্থায় ‘মানকি পক্স ’ নিয়ন্ত্রণে রাখটা জরুরি।

বিশেষ করে ক’ঙ্গোর সানকুরু এবং দক্ষিণ উবা’ঙ্গিতে এই ভাই’রাসের আ’ক্রা’ন্তের হার বেশি বলে জানা গেছে।

‘বানর পক্স’ কী’?

বানর পক্স হল একটি ভাই’রাল সংক্রমণ যা ত্বকের উত্তেজক নোডুলগু’’লি দ্বারা চিহ্নিত করা হয়। এই রোগটি ক’ঙ্গো এবং নাইজেরিয়ার গণতান্ত্রিক প্রজাতন্ত্রে দেখা গেছে। তবে ২০১৯-এর ৯ মে এই রোগটি সি’ঙ্গাপুরে পাওয়া যায় বলে জানিয়েছে সেদেশের সরকার।

প্রাথমিকভাবে, বানর পক্স রোগ মুরগির পক্সের মতো লক্ষণ রয়েছে যা জলযু’ক্ত নোডুলস। এই রোগটি বাড়ার সাথে সাথে শরীরের বিভিন্ন স্থানে লাল ছোট ছোট ফুঁসকুড়ি দেখা যায়।

বানর পক্স হল এমন রোগ যা একজনের দে’হ থেকে অন্যজনে ছড়িয়ে যেতে পারে, তবে এর মূল উৎস ইঁদুর এবং কাঠবিড়ালি এবং বানর বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বানর পক্স একটি খুব বিরল রোগ, তবে যে কাউকে আ’ক্রা’ন্ত করতে পারে। এই রোগটি প্রথম দেখা গিয়েছিল ১৯৮০-এর দশকে আফ্রিকার একটি প্রাদুর্ভাবের সময়।

Check Also

১টা মা’ত্র পে’য়া’রা ব’দ’লে দি’তে পা’রে আ’পনা’র জী’ব’ন। বলছে গ’বেষ’ণা প’ড়ুন

Copy সকলের কাছেই পেয়ারা বেশ পছন্দের ফল। সে কাঁচাই হোক বা পাকা। পছন্দের হলেও প্রতিদিন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *