পূজোয় বৃষ্টির ভ্রুকুটি। মধ্য ব’ঙ্গো’পসাগরে আজ আরও একটি নিম্নচাপ তৈরি হবে। এই নিম্নচাপের প্রভাবেই পূজোয় বৃষ্টি হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দ’প্ত র। তবে এই নিম্নচাপের প্রভাব মূলত পড়বে অন্ধ্র এবং ওড়িশা উপকূলে। এই দুই উপকূলের মধ্য দিয়েই এই নিম্নচাপটি স্থলভাগে প্রবেশ করবে বলে জানাচ্ছে আবহাওয়া দ’প্ত র।
ইতিমধ্যেই এই নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করে দিয়েছে। এই নিম্নচাপের প্রভাবে সোমবার এবং ম’ঙ্গলবার হায়দ্রাবাদ সহ অন্ধ্রপ্রদেশ এবং তেলে’ঙ্গানায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং তামিলনাড়ুতে আগামী কয়েকদিন ভারী বৃষ্টি হবে।
নিম্নচাপের প্রভাব বাংলার উপর পড়বে, তবে তা অল্প। আগামী বুধবার থেকে দক্ষিণব’ঙ্গের জে’লা গু’লিতে বৃষ্টি হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
কলকাতা সহ দক্ষিণব’ঙ্গের জে’লা গু’লিতে বুধবার থেকে পরের কয়েকদিন মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। তবে উত্তরব’ঙ্গে আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ খুবই বেশি। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তিও চরমে।
আজ সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। শহর ও শহরতলির কয়েক জায়গায় হালকা বৃষ্টিও হয়েছে। আজ সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দ’প্ত র। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৭০ শতাংশ।