Home / News / আগমনীর গানে নাচলেন ‘পান্তা ভাতের কুন্ডু’ দীপান্বিতা, দুর্দান্ত নাচে মুগ্ধ হলেন নেটিজেনরা

আগমনীর গানে নাচলেন ‘পান্তা ভাতের কুন্ডু’ দীপান্বিতা, দুর্দান্ত নাচে মুগ্ধ হলেন নেটিজেনরা

জনপ্রিয় রিয়ালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ দেখেনি এমন দর্শক খুঁজে পাওয়া মুশকিল। আর সেই জনপ্রিয় রিয়ালিটি শো এর বিচারক মিঠুন চক্রবর্তী ভালোবেসে দীপান্বিতা কুন্ডু কে নাম দিয়েছিলেন পান্তা ভাতের কুন্ডু। যা পরবর্তীতে দর্শকের কাছে খুব জনপ্রিয় হয়ে ওঠে। দীপান্বিতার সেই নাদুস নুদুস মিষ্টি চেহারা ভোলার নয়।

ডান্স বাংলা ডান্স এ তার নাচের থেকেও তার মিষ্টি গোলগাল চেহারা ও চোখের ভঙ্গিমা বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। আর সেই সময় তার চোখ ঘোরানোর ভঙ্গিমা ছিল একদম বড়দের মতোই। আর সেই দীপান্বিতা এখন অনেকটাই বড় হয়ে উঠেছে। আর সম্প্রতি তার নতুন একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে যে দীপান্বিতা একটি ঘরের মধ্যে নাচ করছেন তার পরনে ছিল লাল শাড়ি ও কালো ব্লাউস আর মাথায় দিয়েছে টিকলি। সুন্দর সাজে তাকে লাগছিলো অপূর্ব সুন্দরী। দেবীপক্ষের আগমনীর সূচনায় দীপান্বিতা নাচ করেছে ‘বাজলো তোমার আলোর বেনু’ গানের ছন্দে। ভিডিওটি ইতিমধ্যে দেখে ফেলেছে ৫০ হাজার জন। সেই সাথে ভিডিওটিতে পড়ছে লাইক কমেন্টস ও শেয়ারের বন্যা। আপনি যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন –

Check Also

কচি কাঁঠালের এঁচোড় দিয়ে চিংড়ি মাছ এইভাবে রান্না করলে তার স্বাদ হবে দারুন! গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, রইলো স্টেপ বাই স্টেপ পদ্ধতি!

আমরা বাঙালি মাত্রই ভোজন রসিক, বিশেষ করে গ্রাম গঞ্জের লোকাল যত খাবার আছে, বিভিন্ন পালা ...